Last Updated on 28/06/2024 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
মাত্র কয়েকটি ক্লিকে যে কোন দলিলের রেজিস্ট্রি খরচের হিসাব বের করুন “দলিল ফিস ক্যালকুলেটর” মোবাইল অ্যাপের মাধ্যমে।
“দলিল ফিস ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
রেজিস্ট্রি অফিসে মানুষের প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকার দলিল রেজিস্ট্রি করা হয়। বাংলাদেশের সকল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য এখানে দেয়া হলো। আপনার যে দলিলের তথ্য দরকার সেই লিংকে ক্লিক করে তথ্য নিন।
- “সাফ কবলা” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “দানপত্র” দলিলের রেজিস্ট্রি খরচ সহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “হেবার ঘোষনাপত্র” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- হেবাবিল এওয়াজ দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “বায়নাপত্র” বা “বিক্রয় চুক্তি” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “বায়নাপত্র বাতিলকরণ” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সকল তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
- “বন্টননামা” বা “বাটোয়ারা” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “বিনিময়” (Exchange) বা “এওয়াজ” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “দানের ঘোষনাপত্র” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- ব্যাংকের অনুকূলে ঋণ গ্রহনের বিপরীতে “Mortgage” “বন্ধক” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “Redemption” বা “বন্ধকমুক্তি” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি” (আমমোক্তারনামা) দলিল রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন। (ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনুকূলে, “ঋণ গ্রহনের বিনিময়ে“)।
- “অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি” (আমমোক্তারনামা) দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন (“পণমূল্য ছাড়া”)।
- “অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি” (আমমোক্তারনামা) দলিলের রেজিস্ট্রি খরচ সহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন। (“পণমূল্যের বিনিময়ে”)।
- সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) বাতিলকরণ” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “ওয়াকফ” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “উইল” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “অছিয়ত” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “নাদাবী” বা “মুক্তিপত্র” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “চুক্তিপত্র” দলিল রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “জীবনস্বত্ব দান” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “দেনমোহরের পরিবর্তে হেবাবিল এওয়াজ” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “ভ্রম সংশোধন” দলিল রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “ট্রাস্ট” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- “বহালিয়ত” বা “বহালকরণপত্র” দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
I am satisfied for got some information ,, I expect it should more disclosed to the people
বিনীত নিবেদন এই জে আমার ১৯৫৭ সালের দলিল কিভাবে সংরক্ষণ করতে পারি।
রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দিয়ে নকল তুলে নিন। https://landregistrationbd.com/%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%95%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1/#:~:text=%E0%A6%AF%E0%A6%A6%E0%A6%BF%20%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%20%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2%20%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%2D%20%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF,%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%95%E0%A6%B2%20%E0%A6%89%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%20%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A5%A4
I would love to thank to the creator of this page on web for easing and simplifying the ways to find information about land laws, registration process and inheritance related matters within seconds. From now on many litigants and general people who feel like visiting lawyers for their their legal problems may find solutions using this site beforehand. I hope the admin of the site will keep updating this very much informative site adding, posting even quoting apex courts’ decisions on land related cases. I look forward to seeing the admin of the site enriching it.
Thank you again.
Adv Md Selim Mian
Judge Court, Kurigram
Cell: 017 10 333 009
Thank you for your comment.
বায়না দলিল কার কার সই লাগে? শুধু মাত্র দাতা আর গ্রহিতার সই কি যথেষ্ট নাকি দলিল লেখকেরও সই প্রয়োজন? বায়না দলিলের নেয়াদ কত দিন বলবত থাকবে? সময়সীমার মধ্যে বায়নার বাকি পাওনা পরিশোধ করতে না পারলে কি হবে? বিস্তারিত জানালে উপকৃত হবো। ধন্যবাদ
সামিন হাজারী হলি
রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ১৭এ ধারা অনুসারে, বায়নাপত্র উভয়পক্ষ দ্বারা সম্পাদিত হইবে।
অর্থাৎ এটি যেহেতু একটি চুক্তি, তাই দাতা এবং গ্রহিতা উভয়পক্ষই এ দলিলে সম্পাদন করবেন। (Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, a contract for sale of any immovable property shall be in writing, executed by the parties thereto and registered.)
বায়নাপত্র একটি দলিল। তাই অন্যান্য দলিলের ন্যায় এই দলিলেও দলিল লেখক স্বাক্ষর করবেন। তবে তিনি এখানে দাতা-গ্রহিতার মত দলিলের প্রতিপাতায় স্বাক্ষর করবেন না। দলিলের নির্দিষ্ট যায়গায় ঐ দলিলের লেখক হিসেবে প্রমান ও অনুমোদন স্বরুপ স্বাক্ষর করবেন।
সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ৫৪এ ধারা অনুসারে, বায়নাপত্রের একটি নির্দিষ্ট মেয়াদ দিতে হবে। (In a contract for sale any immovable property, a time, to be effective from the date of registration, shall be mentioned for execution and registration of the instrument of sale, and if no time is mentioned, six months shall be deemed to be the time.)
ঐ মেয়াদ শেষ হওয়ার ১ বছরের মধ্যে, কোন দাবী-দাওয়া থাকলে তা তুলে ধরে মামলা করতে হয়।
বাংলাদেশের যেকোন যায়গায় কি এই হার প্রযোজ্য হবে? নাকি স্থান ভেদে ভিন্ন হতে পারে?
দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে স্থানীয় সরকার কর ও উৎস কর সম্পত্তির অবস্থান ভেদে ভিন্ন হতে পারে।
বাবার কাছ থেকে জমি ক্রয় করে নিলে কি ধরনের রেজিষ্ট্রি করতে হবে? জানাবেন প্লিজ, পরবর্তীতে যেন কোন সমস্যা না হয়।
যার কাছ থেকেই হোক না কেন, ক্রয় করতে চাইলে এর জন্য একমাত্র দলিল “সাফ কবলা”। অন্য কোন দলিলে ক্রয়ের কথা-বার্তা বা মূল্যের বিনিময় সংক্রান্ত কোন কথা লেখা থাকে না। তাই সাফ কবলা দলিল রেজিস্ট্রি করুন।
How to get back sold land by close relatives?
If your relative want to sell the sold land to you.
Ami 1956 dolil r exchange krito dolil kugta chai kivaba khug corbo.
এখানে ক্লিক করে জেনে নিন কিভাবে খুজতে হবে।
ami akti dolil er information jante chai. 1997 e kora dolil, oi dolil e koiti dag theke registry kora hoyeche and poriman koto . ki vabe janbo , amr kase only dag number ase , 1877 , 1876 dag number , jaldia mouja, rajbari sadar, rajbari dist , dhaka division , thanks
দানপত্র দলিলে কোন শর্ত উল্লেখ না থাকলে, পরবর্তীতে কোন কারনে দাতা কি উক্ত সম্পত্তি গ্রহিতার নিকট হতে গ্রহণ করতে পারবে??
গ্রহিতা ফিরে দিতে রাজি থাকলে গ্রহণ করতে বাধা নাই।
E registration
পৌরসভার আওতাভুক্ত জমি হেবার ঘোষণাপত্র দলিল রেজিঃ করতে কি আয়কর সনদ দিতে হবে এটা কি বাধ্যতামূলক ?
আমি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা এবং পৌরসভার আওতাধীন তার মৌজা বা বাজার মূল্য শতক প্রতি 1,66,475 টাকা, সর্বমোট জায়গার মূল্য 31,63,025 টাকা। এই ক্ষেত্রে জমি সাব কবলা রেজিষ্ট্রি করতে কত টাকা আসবে,
(দলিল .কম ২,৩৮০০০ দেখাচ্ছে)।
দলিল.কম এর হিসাবের বাইরে অতিরিক্ত টাকার প্রয়োজন আছে কি,যদি থাকে তা কোন খাতে যেতে পারে। অতিরিক্ত টাকা চাহিদা করেছে বিধায় আপনার সহযোগিতা কামনা করছি।