Last Updated on 07/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
- বন্টননামা দলিলের উৎস কর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ০১/০৩/২০২০ খ্রিস্টাব্দ তারিখের পত্র।
- বন্টননামা দলিল রেজিস্ট্রিতে উৎস কর (53H) এর প্রয়োজনীয়তা সম্পর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- এক লক্ষ টাকার অধিক মূল্যের দলিলের ক্ষেত্রে ই-টিআইএন থাকার বাধ্যবাধকতা এবং অন্যান্য বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- কোর্টের আদেশে ভোগ-দখল প্রাপ্ত সম্পত্তি বিক্রয় করিবার সময় ব্যাংকের অনুকূলে সর্বশেষ খতিয়ান/নামজারি খতিয়ান প্রযোজ্য হইবে কিনা তদবিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে রেজিস্ট্রেশন পরিদপ্তরের পত্র।
- নির্দায়ী সনদপত্র বা NEC সম্পর্কিত নিবন্ধন পরিদপ্তরের চিঠি।
- হারানো রসিদ এর দলিল, গ্রহিতাকে ফেরত প্রদান সংক্রান্ত নিবন্ধন পরিদপ্তরের চিঠি।
- লিজ দলিলে উৎস কর (53H) ও উৎসে আয়কর (53FF) আদায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে নিবন্ধন পরিদপ্তরের পত্র।
- বন্টননামা দলিল রেজিস্ট্রিতে উৎস কর আদায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- বাংলাদেশ কৃষি ব্যাংকের দলিল নথিভুক্তিকরণ সম্পর্কে নিবন্ধন পরিদপ্তরের পত্র।
- বালাম বহিতে লিখিত বিষয়সমূহ সংশোধন সংক্রান্ত বিষয়ে আইন মন্ত্রণালয়ের পত্র।
- পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রিতে জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে বিশেষ ক্ষেত্রে জন্ম সনদ বা পাসপোর্ট এর বিধান সম্পর্কিত নিবন্ধন পরিদপ্তরের পত্র।
- আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 53H এবং আয়কর বিধিমালা, 17II তে আনীত সংশোধনের বিষয়ে জায়ীয় রাজস্ববোর্ডের স্পষ্টিকরণ পত্র।
- এক লক্ষ টাকার অধিক মূল্যের দলিলের ক্ষেত্রে ই-টিআইএন থাকার বাধ্যবাধকতা এবং অন্যান্য বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- সিটি কর্পোরেশন এলাকায় উপজেলা পরিষদ কর আদায় করা যাবে না মর্মে স্থানীয় সরকার বিভাগের পত্র।
- ওয়াকফ সম্পত্তির দলিল রেজিস্ট্রি না করা প্রসঙ্গে ওয়াকফ প্রশাসকের কার্যালয়, ঢাকা/ নিবন্ধন পরিদপ্তর এর পত্র।
- পদোন্নতি বা বদলীর আদেশপ্রাপ্ত হয়ে কোন কাজ পেন্ডিং না রেখে নতুন কর্মস্থলে যোগদান না করা সংক্রান্ত বিষয়ে নিবন্ধন পরিদপ্তর এর পত্র।
- দলিল রেজিস্ট্রিকালে আদায়যোগ্য স্থানীয় সরকার কর পে অর্ডারের মাধ্যমে আদায় ও জমাদান প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র।
- বিভিন্ন হাউজিং এস্টেটের প্লট/ফ্ল্যাট/বাড়ী বিনা অনুমতিতে হস্তান্তর দলিল রেজিস্ট্রিকরণ প্রসঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পত্র।
- বণ্টননামা দলিলে স্থানীয় সরকার কর আদায় প্রযোজ্য না হওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের পত্র।
- ফ্লাট বা এ্যাপার্টমেন্ট বিক্রয়ের দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে 53FF ধারার কর কে পরিশোধ করবে এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি বাতিল (Cancellation) দলিল রেজিস্ট্রী প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তর এর পত্র।
- ৫২ধারা রশিদ বহিতে মূল দলিল পক্ষগণকে ফেরত দেওয়ার নিমিত্তে সম্ভাব্য তারিখের কলাম পূরণ প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র।
- যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পত্রালাপ করিবার নির্দেশ সংক্রান্ত নিবন্ধন পরিদপ্তরের পত্র।
- দলিল লেখকের লাইসেন্স প্রদান এবং দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র।
- সাব-রেজিস্ট্রারগণের একই কর্মস্থলে ৩ (তিন) বৎসরের পরিবর্তে ২ (দুই) বৎসর অতিক্রান্ত হলে স্বাভাবিক বদলীকরণ প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র।
- নকলের জন্য অপেক্ষমান দলিল (Uncopied Deed) হস্তান্তর অবৈধ প্রসঙ্গে নিবন্ধন অধিদপ্তরের পত্র।
- Registration directorates letter regarding seizures of Registration Record by D.A.B
- রেজিস্ট্রি অফিসের রেকর্ডপত্র জব্দকরণ প্রসঙ্গে রেজিস্ট্রেশন পরিদপ্তরের পত্র।
- স্থায়ী রেকর্ড (টি,আই, রেজিস্টার, বালাম ইত্যাদি) দূর্নীতি দমন অফিসে হস্তান্তর/সীজকরণের রিকুইজিশন প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র।
- দলিল রেজিষ্ট্রীর ক্ষেত্রে আদালত কর্তৃক বিধি নিষেধ আরোপ প্রসঙ্গে নিবন্ধন অধিদপ্তরের পত্র।
- মূল দলিলে উল্লেখিত জমির পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত ভ্রম সংশোধন দলিল দাখিল প্রসংগে নিবন্ধন পরিদপ্তরের পত্র।
- Who will swear/affirm affidavit as required under the Bangladesh (temporary provision) order, 72 (P.O. No.142/72)
- বন্টননামা দলিলের স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি ও কর নির্ধারণ পদ্ধতির স্পষ্টীকরণের বিষয়ে নিবন্ধন অধিদপ্তরের পত্র।
- রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ফ্লাট বিক্রয় রেজিস্ট্রেশনকালে উৎসে আয়কর আদায়ের হার পুনঃনির্ধারণ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- আয়কর অধ্যাদেশ, ১৯৮৪’ এ সংযোজিত উৎস কর (53FF) ধারার স্পষ্টীকরণ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- উপজেলা স্থাবর সম্পত্তি হস্তান্তর বাস্তবায়ন (আদায় ও জমাকরণ) প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র।
- অর্থ আইন, ২০১৪ এর মাধ্যমে লীজ দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৪%হারে 53HH ধারায় করারোপ এবং রাজউকের আওতাধীন জমি বা স্থাপনা হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনকালে 53H ধারায় কাঠা প্রতি করারোপ প্রসঙ্গে।
- লীজ দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৪% হারে 53HH ধারায় করারোপ (রাজশাহী) প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- লীজ দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৪% হারে 53HH ধারায় করারোপ (খুলনা) প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- লীজ দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৪% হারে 53HH ধারায় করারোপ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন জমি বা স্থাপনা হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনকালে 53H ধারায় কাঠাপ্রতি করারোপ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- লীজ দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৪% হারে 53HH ধারায় করারোপ এবং রাজউকের আওতাধীন জমি বা স্থাপনা হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনকালে 53H ধারায় কাঠাপ্রতি করারোপ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
- লীজ দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৪% হারে 53HH ধারায় করারোপ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন জমি বা স্থাপনা হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনকালে 53H ধারায় কাঠাপ্রতি করারোপ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের পত্র।
Add comment