উপজেলা স্থাবর সম্পত্তি হস্তান্তর বাস্তবায়ন (আদায় ও জমাকরণ) প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র

উপজেলা স্থাবর সম্পত্তি হস্তান্তর বাস্তবায়ন (আদায় ও জমাকরণ) প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন ও বিচার বিভাগ
বিচার শাখা-৬

সরকারী পরিবহন পুল ভবন
সচিবালয় লিংক রোড, ঢাকা।

স্মারক নং- আর-৬/১এম-১০/২০০৭-৩৫৭  তারিখঃ ২৬-০৮-২০১৩ খ্রিঃ

বিষয়ঃ উপজেলা স্থাবর সম্পত্তি হস্তান্তর বাস্তবায়ন (আদায় ও জমাকরণ) প্রসঙ্গে।

সূত্রঃ

  • নিবন্ধন পরিদপ্তরের স্মারক নং-উপ/টি-১১/১২/৬৭৫,  তারিখঃ ১৭/৭/২০১৩ খ্রিঃ
  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১, শাখা এর স্মারক নং-৪৬.০৪৬.০২০.০০.০০.০০২.২০১২-৮৯৩ তারিখঃ ১২/৮/২০১৩ খ্রিঃ
  • অত্র বিভাগের বিচার শাখা-৬ এর স্মারক নং-আর-৬/১এম-১০/২০০৭-৩১০, তারিখঃ ১৮/৭/২০১৩ খ্রিঃ

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, এ মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগ হতে স্মারক নং আর-৬/১এম-১০/২০০৭-৩১০ তারিখঃ ১৮/৭/২০১৩ মূলে জারীকৃত নির্দেশনাটি সংশোধন করতঃ উপজেলা এলাকাভুক্ত স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% আদায় এবং আদায়কৃত অর্থ হতে সার্ভিস চার্জ ৩.৫% (শতকরা ৩.৫ ভাগ) কর্তন পূর্বক অবশিষ্ট অর্থ উপজেলা পরিষদের রাজস্ব তহবিলে জমা প্রদান করবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১, শাখার স্মারক নং-৪৬.০৪৬.০২০.০০.০০.০০২.২০১২-৮৯৩, তারিখঃ ১২/০৮/২০১৩ খ্রিঃ মূলে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসহ ইহা সংশ্লিষ্ট সকল অফিসে জারীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

সংযুক্ত-১ ফর্দ।

স্বাক্ষর অস্পষ্ট
(আল আসাদ মোঃ আসিফুজ্জামান)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫৬৬০১০

মহা-পরিদর্শক, নিবন্ধন,
নিবন্ধন পরিদপ্তর
১৪, আব্দুল গনি রোড, ঢাকা।

স্মারক নং-আর-৬/১এম-১০/২০০৭-৩৫৭ তারিখঃ ২৬-০৮-২০১৩ খ্রিঃ

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করা হলোঃ

  • সিনিয়র সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
  • সচিব, স্থানীয় সরকার বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
  • মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • অফিস কপি।

স্বাক্ষর অস্পষ্ট|
২৬/০৮/১৩
(আল আসাদ মোঃ আসিফুজ্জামান)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫৬৬০১০

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!