ওয়াকফ সম্পত্তির দলিল রেজিস্ট্রি না করা প্রসঙ্গে

ওয়াকফ সম্পত্তির দলিল রেজিস্ট্রি না করা প্রসঙ্গে ওয়াকফ প্রশাসকের কার্যালয়, ঢাকা/ নিবন্ধন পরিদপ্তর এর পত্র

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়

৪, নিউ ইস্কাটন রোড, ঢাকা- ১০০০

ফোনঃ ৯৩৫৭৬৮২ ফ্যাক্স# ৯৩৫৭১৭৫ ই-মেইল#  waqfad@yahoo.com, website: www.waqfbd.com

স্মারক নং- ওঃপ্রঃ/৮/৯৬/৪র্থখণ্ড/২১                                                        তারিখঃ ৩০/০৮/২০১০

বিষয়ঃ ওয়াকফ প্রশাসক, বাংলাদেশে এর অনুমোদন ব্যতীত ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন না করা প্রসঙ্গে।

উপরোক্ত বিষয়ে তার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ১৯৬৩ সালের ওয়াকফ অধ্যাদেশের ৫৬ ধারা মোতাবেক ওয়াকফ প্রশাসকের অনুমোদন ব্যতিরেকে ওয়াকফ স্থাবর সম্পত্তি মোতাওয়াল্লী কর্তৃক বিক্রয়, দান, বন্ধক বা বিনিময় বৈধ নয়। উক্ত ধারায় বলা হয়েছে-

(56) (1) No transfer by a Mutawalli of any immovable property of waqf by way of sale, gift, mortgage or exchange, or by way of lease for a term exceeding 5 years shall be valid without the previous sanction of the administrator.

(2) ***

(3) In the absence of sanction required by sub-section (1) any transfer made by a mutawalli shall be declared void, if the administrator, within 4 months of his coming to know of such transfer, or within 3 years from the date of such transfer, whichever is later, applies to the Civil Court in this Behalf.

২। অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়াকফ সম্পত্তি মোতাওয়াল্লী বা কোন মহল অবৈধ লোভ চরিতার্থের জন্য ওয়াকফ প্রশাসকের অনুমোদন ব্যতিরেকেই সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করে বিক্রয়, দান করছেন। ফলে উক্ত সম্পত্তি বিক্রয় জনিত মারাত্মক আইনগত জটিলতার উদ্ভব হচ্ছে। সাব-রেজিস্ট্রারগণ ওয়াকফ সম্পত্তি ওয়াকফ প্রশাসকের অনুমোদন ছাড়া রেজিস্ট্রি না করলে এ জটিলতা অনেকাংশে হ্রাস পেত।

৩। উল্লিখিত অবস্থায়, ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ এর অনুমোদন ব্যতীত কোন ওয়াকফ সম্পত্তি বিক্রয়, দান, বন্ধক বা বিনিময় দলিল রেজিস্ট্রি না করার জন্য তার নিয়ন্ত্রণাধীন সাব-রেজিস্ট্রারগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

স্বাঃ/অস্পষ্ট
২৩/০৮/২০১০
ড. মোঃ হাফিজুর রহমান ভূঞা
(অতিরিক্ত সচিব)
ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ।

মহা-পরিদর্শক
নিবন্ধন পরিদপ্তর,
১৪, আব্দুল গণি রোড, ঢাকা।

অনুলিপিঃ সদয় জ্ঞাতার্থে/কার্যার্থেঃ

  • সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  • প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। প্রতিমন্ত্রী মহোদয়ের জন্য অবগতির জন্য।
  • সাব-রেজিস্ট্রার, (জেলা)

স্বাঃ/অস্পষ্ট
২৩/০৮/২০১০
ড. মোঃ হাফিজুর রহমান ভূঞা
(অতিরিক্ত সচিব)
ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ।

স্মারক নং-নিপ/রেজিঃশাঃ-৫/২০৫৬৯(৬৫) তারিখঃ ২০/০৯/২০১০

অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণার্থে প্রেরণ করা হইলোঃ

  • পরিদর্শক, পশ্চিমাঞ্চল/পূর্বাঞ্চল, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
  • জেলা রেজিস্ট্রার,……….(সকল)। ওয়াকফ প্রশাসক বাংলাদেশ এর অনুমোদন ব্যতীত কোন ওয়াকফ সম্পত্তি বিক্রয়, দান, বন্ধক বা বিনিময় দলিল রেজিস্ট্রি না করিবার জন্য তাহার জেলাধীন সকল সাব-রেজিস্ট্রারগণকে নির্দেশ প্রদান করিতে বলা হইল।
  • প্রশাসনিক কর্মকর্তা, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
  • প্রধান সহকারী, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
  • শাখা প্রধান, রেজিস্ট্রেশন শাখা, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

স্বাঃ/অস্পষ্ট
২০/০৯/২০১০
(মুন্সী নজরুল ইসলাম)
মহা-পরিদর্শক, নিবন্ধন (চলতি দায়িত্ব)
বাংলাদেশ, ঢাকা।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!