হারানো রশিদ এর দলিল, গ্রহীতাকে ফেরত দেওয়া প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র।

হারানো রশিদ এর দলিল, গ্রহীতাকে ফেরত দেওয়া প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র।

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিবন্ধন পরিদপ্তর

স্মারক নং- ৫৭৬১                        তাং- ২৩/০৪/৯৭ ইং

প্রেরকঃ মহা-পরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ ঢাকা।

প্রাপকঃ জেলা রেজিষ্ট্রার, টাঙ্গাইল।

বিষয়ঃ হারানো রশিদ এর দলিল ফেরত দেওয়া প্রসঙ্গে।

সূত্রঃ তাহার স্মারক নং- ৫৫৫ তাং- ২৭-০৩-৯৭ ইং

সূত্রে উল্লেখিত স্মারকে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে, দরখাস্তকারী ১ নং দলিল গ্রহীতা হওয়ার দরুন অন্যান্য গ্রহীতাগণের সহিত যোগাযোগক্রমে সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রার যদি নিশ্চিত হন যে, আলোচ্য দরখাস্তের বিষয়বস্তুতে জাল-জালিয়াতির আশ্রয় গ্রহণ করা হয় নাই, তবে সংশ্লিষ্ট বিধির আলোকে প্রয়োজনীয় সর্তকতা অবলম্বনপূর্বক দলিলটি গ্রহীতার নিকট ফেরত প্রদান করা যাইতে পারে।

উক্ত মর্ম সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রারকে অবহিত করার জন্য তাহাকে বলা হইল।

স্বাঃ অস্পষ্ট
(মোঃ হাবিবুর রহমান)
মহা-পরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!