মূল দলিলে উল্লেখিত জমির পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত ভ্রম সংশোধন দলিল দাখিল প্রসংগে নিবন্ধন পরিদপ্তরের পত্র

মূল দলিলে উল্লেখিত জমির পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত ভ্রম সংশোধন দলিল দাখিল প্রসংগে নিবন্ধন পরিদপ্তরের পত্র

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

রেজিষ্ট্রী পরিদপ্তর

স্মারক নং- ৩-আই-৩৬/৬২-৬৭-১৪১৮৫                                 তাং- ০১/১১/৮৭ ইং ১৪/০৭/৯৪ বাং

প্রেরকঃ মোঃ আনোয়ার উল হক
মহা পরিদর্শক, রেজিষ্ট্রেশন, বাংলাদেশ, ঢাকা।

প্রাপকঃ সাব-রেজিষ্ট্রার, সূত্রাপুর, ঢাকা।

বিষয়ঃ মূল দলিলে উল্লেখিত জমির পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত ভ্রম সংশোধন দলিল দাখিল প্রসঙ্গে।

সূত্রঃ তাহার স্মারক নং- ১৯৫, তাং ২৭-১০-৮৭ ইং।

উপরোক্ত বিষয় ও স্মারকে প্রাপ্ত পত্রের পরিপ্রেক্ষিতে তাহাকে জানানো যাইতেছে যে, ভ্রম সংশোধনের শিরোনামে আলোচ্য ক্ষেত্রে পূর্বের হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ বৃদ্ধি বস্তুগত পরিবর্তন বিধায় সংশোধন যোগ্য নহে।

উপরোক্ত সিদ্ধান্তের আলোকে তাঁহাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপদেশ প্রদান করা যাইতেছে।

স্বাঃ অস্পষ্ট
(মোঃ আনোয়ার উল হক)
মহা পরিদর্শক, রেজিষ্ট্রেশন
বাংলাদেশ

স্মারক নং- ৩-আই-৩৬/৬২-৬৭-১৪১৮৫(১৯)                                   তাং ০১/১১/৮৭ ইং ১৪/০৭/৯৪ বাং

অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য জিলা রেজিষ্ট্রার এর নিকট প্রেরণ করা হইল।

স্বাঃ অস্পষ্ট
(এ,এফ, রেজাই করিম)
সহকারী মহা পরিদর্শক, রেজিষ্ট্রেশন,
বাংলাদেশ

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!