মাত্র কয়েকটি ক্লিকে জমি বা প্লটের পরিমাপ বের করতে ” মোবাইলের প্লে-স্টোর থেকে “জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ইন্সটল করুন।
“জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
জমি পরিমাপের সূত্রঃ প্রথমে জমিখণ্ডের দৈর্ঘ্য ও প্রস্ত কত ফুট তা বের করুন। জমির চার দিকের মাপ সমান না হলে দৈর্ঘ্য ও প্রস্তের গড় বের করুন। এরপর দৈর্ঘের সাথে প্রস্তের গুনফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করুন। এতে যা বের হবে, সেটাই জমির পরিমাণ (শতাংশে)।
- শিকল দিয়ে জমি মাপার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
- অনলাইনে জমির খতিয়ান যাচাই করতে এখানে ক্লিক করুন।
- অনলাইনে জমি খারিজ বা নামজারি করার জন্য এখানে ক্লিক করুন।
- বাংলাদেশের সকল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- সম্পত্তি হস্তান্তর দলিলের ফরমেট পেতে এখানে ক্লিক করুন।
- দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানোর পদ্ধতি, সরকারি খরচ ও দলিল খুজে পাওয়ার উপায় জানতে এখানে ক্লিক করুন।
- কোন দলিল কোথায় রেজিস্ট্রি করবেন তা জানতে এখানে ক্লিক করুন।
Hmm
আমার বড় ভাই মারা গেছেন, আমরা নয় ভাইবোন আমার একমাত্র ভাতিজি সমস্ত৷ সপত্তি লিখে দিতে চাই। এর জন্য কি বন্টন নামা ( ওয়ারিশান সার্টিফিকেট) নিয়ে রেজিষ্ট্রি করতে হবে নাকি সরাসরি হবে। কম খরচে কি দলিল করা যাবে। পরামর্শ প্লিজ।