বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। নিচের লিংকে ক্লিক করে এবং প্রয়োজনীয় অপশন গুলো পূরণ ও সার্চ করে আপনার খতিয়ান যাচাই করুন। সার্চ করার পূর্বে নিচে লিখিত সার্চ করার পদ্ধতি পড়ুন।
যাচাই পদ্ধতিঃ
- প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন।
- এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন।
- উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন, আপনার উপজেলার নামে ক্লিক করুন।
- এরপর মৌজা ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে, সে সকল মৌজার নাম দেখতে পাবেন। আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক করুন।
মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেনঃ
- খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে,
- দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে,
- জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং
- জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে জমি মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে সার্চ করে।
এই চার মাধ্যমের প্রত্যেকটির বাম পার্শ্বে একটি ছোট গোল ঘর বা বৃত্ত রয়েছে। উপরের চার পদ্ধতির যে পদ্ধতিতে আপনি সার্চ করতে চান, তা বাম পার্শ্বের গোল ঘরে মাউস দিয়ে ক্লিক করুন। এরপর উপরের চার পদ্ধতির মধ্যে আপনি যে পদ্ধতিতে ক্লিক করেছেন তার ঠিক নিচে একটি ছোট বক্সটি আসবে, বক্সটি পূরণ করুন। অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন, মালিকের নাম সিলেক্ট করে থাকলে মালিকের নাম বক্সে লিখুন, মালিকের পিতা/স্বামীর নাম সিলেক্ট করে থাকলে পিতা/স্বামীর নাম বক্সে লিখুন।
এরপর নিচে দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। সংখ্যা দুটি যোগ করে যোগফল নিচের বক্সে লিখুন। সর্বশেষ ‘খুজুন’ অপশনে ক্লিক করুন।
এভাবে আপনি আপনার পছন্দের খতিয়ান দেখতে বা যাচাই করতে পারবেন।
জমি-জমা সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ “মাটির পাঠশালা-School of Land” এ যুক্ত হোন, যুক্ত হতে মাটির পাঠশালায় ক্লিক করুন।
- বাংলাদেশের সকল দলিলের সরকার নির্ধারিত রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানোর পদ্ধতি, ফিসের হার এবং সূচিপত্র তল্লাশের নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
- অনলাইনে জমি খারিজ বা নামজারি করার জন্য এখানে ক্লিক করুন।
- এখানে ক্লিক করে জেনে নিন, রেজিস্ট্রি অফিস থেকে কিভাবে মূল দলিল সংগ্রহ করবেন।
আর এস দাগ নং দিয়ে কিভাবে খতিয়ান বের করতে পারব?
লিখিত নির্দেশনা অনুযায়ী কম্পিউটার বা ল্যাপটপ থেকে চেষ্টা করুন।
ভূমি সংক্রান্ত সেবা সহজবোধ্য ও স্বচ্ছ করতে লেখকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সৃষ্টিকর্তার নিকট আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
This is an excellent direction for getting information about lands.
Thank you for your comment. You may share the link to your facebook timeline for others.
স্যার জমির দলিল, খতিয়ান,দাগ নম্বর,কোনো কাগজ নেই কিভাবে কি ভাবে বের করকে পারি???
একজন আমিন নিয়ে এসে আপনার জমি দেখিয়ে দিন। উনি দাগ-খতিয়ান বের করে দেবেন।
এখানে ক্লিক করে জেনে নিন, রেজিস্ট্রি অফিস থেকে কিভাবে দলিল তল্লাশ করে নকল উঠাবেন।
আমার কাছে শুধু এস এ খতিয়ান আছে আর জায়গার অবস্থান জানিনা? এখন এস এ খতিয়ান দিয়ে কিভাবে আর এস খতিয়ান বের করব?
আপনি একজন আমিন/সার্ভেয়ার এর সাহায্য নিন। উনি পুরাতন ম্যাপের সাথে নতুন ম্যাপের তুলনা করে জমির নতুন দাগ নম্বর ও জমির অবস্থান বের করে দেবেন।
খতিয়ান পর্চা চাই
আপনার খতিয়ান সার্চ করে খুজে পেলে এই লিংকে থেকে খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন করতে পারবেন।
দিয়ারা খতিয়ান কুজে পাওয়ার উপায় কি?
Your guide is very helpful