Land Registration BD

অনলাইনে জমি খারিজ/নামজারি (Mutation) এর আবেদন করুন।

অনলাইনে জমি খারিজ-নামজারি (Mutation) এর আবেদন করুন

সারা দেশে পুরোপুরি ভাবে অনলাইনে খারিজ/মিউটেশন বা নামজারি কার্যক্রম চালু হয়েছে। অনলাইনে খারিজ/মিউটেশন বা নামজারির  জন্য নিচের লিংকে ক্লিক করে আবেদন করতে হবে।

অনলাইনে খারিজ/নামজারি/মিউটেশনের ফরম পূরণের জন্য এখানে ক্লিক করুন।


Md. Shahazahan Ali

28 comments

  • নামজারীরে দাগ ভুল হলে কীভাবে সংশোধন করতে হবে?

  • আমাদের বাড়ীর জায়গা সি এস এবং এস এ খতিয়ানে ছিল। ১৯৮৮ সাল পর্যন্ত খাজনা দেয়া ছিল। পরবর্তিতে আর এস খতিয়ানে নাম ছিল না এবং খাজনা দেয়া যায়নি। ২০০৯ সালে দিয়ারা পর্চায় আমাদের নাম আসে এবং ঐ সময় আমাদের নামে আর এস খতিয়ান বের করা হয়। আমরা ২০১১ সালে ১৯৮৮ সাল থেকে ২০১১ পর্যন্ত খাজনা দিয়েছি। কিন্তু বর্তমানে খাজনা দিতে গেলে খাজনা নিচ্ছে না এবং বলা হচ্ছে আমাদের জমি রেজিশটার্ড না। অফিসিয়াল রা বলছে এই দাগে আমাদের জমি পুরোটা নেই এখন। উনারা বলছে শুধুমাত্র ২ শতাংশ জমি রেজিস্ট্রি করে খাজনা দেয়া যাবে। এই অবস্থায় কি করা যায় ?

  • আমাদের বাড়ীর জায়গা সি এস এবং এস এ খতিয়ানে ছিল। ১৯৮৮ সাল পর্যন্ত খাজনা দেয়া ছিল। পরবর্তিতে আর এস খতিয়ানে নাম ছিল না এবং খাজনা দেয়া যায়নি। ২০০৯ সালে দিয়ারা পর্চায় আমাদের নাম আসে এবং ঐ সময় আমাদের নামে আর এস খতিয়ান বের করা হয়। আমরা ২০১১ সালে ১৯৮৮ সাল থেকে ২০১১ পর্যন্ত খাজনা দিয়েছি। কিন্তু বর্তমানে খাজনা দিতে গেলে খাজনা নিচ্ছে না এবং বলা হচ্ছে আমাদের জমি রেজিশটার্ড না। অফিসিয়াল রা বলছে এই দাগে আমাদের জমি পুরোটা নেই এখন। উনারা বলছে শুধুমাত্র ২ শতাংশ জমি রেজিস্ট্রি করে খাজনা দেয়া যাবে। এই অবস্থায় কি করা যায় ?

  • নামজারি ফি, কোর্ট ফি, কোথায় কিভাবে পরিশোধ করবো?

  • আমি আমার বাবার একমাত্র সন্তান।তিনি মৃত্যুর আগে কিছু জমি আমার নামে নামজারি করে দিয়ে গেছেন।একটি জমি এখনও নামজারি হয়নি।সেটা নামজারি করতে কি কি কাগজপত্র লাগবে?

  • নামজারি ফি বিকাশ এর মাধ্যমে কোন নম্বরে পাঠাতে হবে এবং কত ফি, কিভাবে

  • আমার জমির নাম জারি কতটুকু হয়েছে তা কিভাবে চেক করবো

  • আমি একটি জমির খারিজ করতে চাই কত দিন লাগবে,, বা,,খারিজ ছাড়া দলিল হবে কি

  • আচ্ছা ভাইয়া পূর্বে যার নামে জমি খারিজ করা ওনি বেতিতকি জমি খারিজ করা যাবে না??? বা যদি এমন হয় উত্তরাধিকারী সূত্রে পাওয়া যেমন বাবা যদি মারা যায় এবং সন্তানের নামে যদি যায়গা খারিজ না করে দিয়ে যায় তবে পরবর্তিতে সন্তান কি জায়গা নিজের নামে খারিজ করতে পারবে???

  • Ma abon 2 sele meye owarish. Puro shompoti ma e name kharis korte chai. Eita ki vabe Kora jabe?

  • Amra dada mara jaoar age amader vai der name property diye jay.. ekhetre jomi mutation korte hole ki sobar eksathe mutation korar process ta ki, r cost koto hote pare kindlu janale khub upokrito hotam.

  • একটি জমি কেনা হয়েছে কোম্পানির পক্ষে চেয়ারমান এর নামে। কিন্তু নামজারি হয়েছে উক্ত চেয়ারমান এর নামে। এখন কোম্পানির মালিক তার ছেলে। এখন এই জমি কি এওয়াজ পরিবর্তন করে কোম্পানি অথবা নতুন মালিকের নামে নামজারি প্রয়োজন আছে নাকি নেই? অন্য কোন উপায় আছে কি? ধন্যবাদ।

  • নামজারীর আবেদন করার কতদিন পরে মোবাইলে এসএমএস পাওয়া যাবে?

  • আমি ঢাকায় তৃতীয় তলার একটি ফ্ল্যাট ক্রয় করেছি, নামজারি করেছি, কিন্তু নামজারি খতিয়ানে আমার তৃতীয় তলার ফ্ল্যাটটি উল্লেখ নেই, এখন আমার করনীয় কি?জানালে খুব উপকৃত হবো

  • টাঙ্গাইলের পৌরসভার চার শতাংশ জমি খারিজ করতে কত টাকা লাগতে পারে একটু বলবেন please.

error: Content is protected !!