ভূমি জরিপে আপত্তি ও আপীল (৩০ ও ৩১ বিধি)

ভূমি জরিপে আপত্তি ও আপীল (৩০ ও ৩১ বিধি)

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

ভূমি জরিপের মাধ্যমে রেকর্ড প্রস্ততের সময় কতকগুলো ধাপ পার করতে হয়। যেমন খানাপুরী, বুঝারত, তসদিক ইত্যাদি। এসব ধাপ পার করার পর খসড়া খতিয়ান বা DP খতিয়ান (Draft Publication) প্রকাশ করা হয়। এ সময় রেকর্ডে কোন প্রকার ভুলভ্রান্তি থাকলে তা আপত্তি ও আপীলের মাধ্যমে সংশোধন করা যায়।

DP খতিয়ানে কোন ভুল-ত্রূটি  পরিলক্ষিত হলে বা এ সম্পর্কে কারও কোন আপত্তি বা দাবি থাকলে, সরকার নির্ধারিত ফরমে ৪০ টাকার কোর্ট ফি দিয়ে আপত্তি দায়ের করা যাবে। এটিই ৩০ বিধির আপত্তি। এই পর্যায়ের সেবা প্রদানকারী কর্মকর্তা হলেন সংশ্লিষ্ট আপত্তি অফিসার বা উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার বা সহকারী সেটেলমেন্ট অফিসার। দেওয়ানি কার্যবিধি অনুসরণে এটি একটি বিচারিক কার্যক্রম। পক্ষগণ নিজে অথবা নিজেদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে নিজ নিজ দাবি আপত্তি অফিসারের কাছে উত্থাপন করতে পারেন। দাখিলকৃত আপত্তি কেসগুলো নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদী-বিবাদী পক্ষের বক্তব্য শুনবেন ও বিশ্লেষণপূর্বক রায় প্রদান করবেন। আপত্তি অফিসার প্রয়োজন মনে করলে খতিয়ান ও নকশা সংশোধন, পরিবর্তন বা পূর্বাবস্থায় বহাল রাখার বিষয়ে রায় প্রদান করবেন এবং অবশ্যই রায় মোতাবেক রেকর্ড সংশোধন করবেন।

জরিপ ব্যবস্থায় আপীল হচ্ছে খতিয়ান ও নকশা সংশোধনের সর্বশেষ স্তর। আপত্তি কেসের রায়ের প্রেক্ষিতে কোন পক্ষ সংক্ষুদ্ধ হলে তিনি প্রজাস্বত্ব বিধিমালার ৩১ বিধি অনুসারে রায় প্রদানের ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে ও নির্ধারিত ফি প্রদান করে সেটেলমেন্ট অফিসারের নিকট আপিল করতে পারেন। আপীল আবেদনের সাথে আপত্তি কেসের রায়ের কপি দাখিল করতে হবে। সেটেলমেন্ট অফিসার বা তার মনোনীত অন্য কোন আপিল অফিসার সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ প্রদান করে শুনানীর মাধ্যমে দ্রুত আপিল নিষ্পত্তি করবেন। সর্বশেষ আপিল রায় মোতাবেক খতিয়ান ও নকশা সংশোধন করা হয়।


সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

5 comments

  • দেওয়ানী মামলার আর্জি
    কি মামলার ধায্য তারিখ ছারা করা যাবে

  • 1970-80 er দিকে ৩১ ধারার মামলার কপি কিভাবে পাবো & কোথায় পাবো কেউ জানলে একটু জানাবেন দয়া করে..!

    • DP খতিয়ানে ” ক” নামক ব্যক্তি “খ” নামক ব্যাক্তির বিরুদ্ধে আপত্তি করেছিলো, কিন্তু পরবর্তীতে কি হয়েছিলো তা জানে না “খ” এর ওয়ারিশগণরা। এখন কীভাবে “খ” ওয়ারিশগণরা এর জবাব জানতে পারে। বিষয়টি জানলে উপকৃত হতাম।ধন্যবাদ।

    • ১৯৯০ সনের ৩০ ধারার মামলার আরজি + রায় কোথায় পাবো?

  • আমার বাবারা ৫ ভাই, আমার বাবা খতিয়ানের রেকর্ডিয় মালিক, ও এক ভাই থেকে কিনা আছে।কিন্তু জায়গাটা এসমালি হিসাবে অপর ভাই দখলে আছে। খতিয়ানের হিসাব মতে সে দখলে থাকা সব অংশ পাই। কিন্তু সে নামজারি খতিয়ান করার আগে উক্ত জায়গা আমি খতিয়ান করে ফেলেছি।সে এখন আমার খতিয়ানের বিরুদ্ধে অভিযোগ তুলে এখানা দরখাস্ত করে।তহসিলদার আমিন দিয়ে তদন্ত করে আমার প্রতিপক্ষের দখলে আছে বলে প্রতিবেদ দেন।এখন আমার করণীয় কি? একটু জানাবে।

error: Content is protected !!