Last Updated on 23/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
মাত্র কয়েকটি ক্লিকে জমি বা প্লটের পরিমাপ বের করতে ” মোবাইলের প্লে-স্টোর থেকে “জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ইন্সটল করুন।
“জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
জমি পরিমাপের সূত্রঃ প্রথমে জমিখণ্ডের দৈর্ঘ্য ও প্রস্ত কত ফুট তা বের করুন। জমির চার দিকের মাপ সমান না হলে দৈর্ঘ্য ও প্রস্তের গড় বের করুন। এরপর দৈর্ঘের সাথে প্রস্তের গুনফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করুন। এতে যা বের হবে, সেটাই জমির পরিমাণ (শতাংশে)।
১। শিকল দিয়ে জমি মাপার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
২। অনলাইনে জমির খতিয়ান যাচাই করতে এখানে ক্লিক করুন।
৩। অনলাইনে জমি খারিজ বা নামজারি করার জন্য এখানে ক্লিক করুন।
৪। বাংলাদেশের সকল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
Hmm
আমার বড় ভাই মারা গেছেন, আমরা নয় ভাইবোন আমার একমাত্র ভাতিজি সমস্ত৷ সপত্তি লিখে দিতে চাই। এর জন্য কি বন্টন নামা ( ওয়ারিশান সার্টিফিকেট) নিয়ে রেজিষ্ট্রি করতে হবে নাকি সরাসরি হবে। কম খরচে কি দলিল করা যাবে। পরামর্শ প্লিজ।
বন্টন নামা দলিল করতে হবে এবং ওয়ারিশান সার্টিফিকেট তো অবশ্যই লাগবে আর খরচের কথা বলা সম্ভব না ।
আমাদের জমির – বিটের উপরে কারো গাছ আসলে কি করনীয়
বিদ্রোহ তারা বলার পরেও গাছ কাটে নাই
এখন আমরা গাছ কেটে ফেলেছি
এখন কি ওরা কোন মামলা দিলে আমরা কি করতে পারি?
01713955441
Badsha
আপনার পেইজটি অত্যান্ত সহজ ও হ্যান্ডি। একজন অজ্ঞ লোকও একটু মনযোগ দিলে সাবলিল ভাবে শিখতে পারবে, যেমনটা আমি। অনেক অনেক ধন্যবাদ।
আপনার বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর দেয়া যাবে কি?