জেনে নিন, কাজী (মুসলিম নিকাহ রেজিস্ট্রার) দের বিবাহ ও তালাক রেজিস্ট্রি ফি কত টাকা

জেনে নিন, কাজী (মুসলিম নিকাহ রেজিস্ট্রার) দের বিবাহ ও তালাক রেজিস্ট্রি ফি কত টাকা।

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

১০ আগস্ট, ২০০৯ তারিখের ২০১-আইন/২০০৯ নং এস,আর,ও, অনুযায়ী মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজীগণ) নিম্নরূপ হারে ফি আদায় করতে পারেঃ

বিবাহ রেজিস্ট্রি ফিঃ

(ক) ৪ লক্ষ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে- প্রতি ১০০০ টাকা দেনমোহর বা তার অংশ বিশেষের জন্য ১২.৫০ টাকা কিন্তু সর্বনিম্ন ২০০ টাকা।

(খ) দেনমোহরের পরিমান ৪ লক্ষ টাকার অধিক হলে- প্রথম ৪ লক্ষ টাকা দেনমোহরের প্রতি হাজারে ১২.৫০ টাকা এবং পরের প্রতি ১ লক্ষ টাকা দেনমোহর বা তার অংশ বিশেষের জন্য ১০০ টাকা।

তালাক রেজিস্ট্রি ফি: ৫০০ টাকা।


নকল প্রাপ্তি ফি: ৫০ টাকা।


যাতায়াত ফিঃ প্রতি কিলোমিটার- ১০ টাকা।


তল্লাশি ফিঃ ১০ টাকা।


জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সকল তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন, ১৯৭৪ এর ৯ ধারায় উল্লেখ আছে- কোন  বিবাহ বা তালাক রেজিস্ট্রেশন শেষ হলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রার বর ও কনে উভয় পক্ষকে রেজিস্টার বইয়ের যে পাতায় বিবাহ বা তালাক রেজিস্ট্রি করা হয়েছে, তার সত্যায়িত নকল সরবরাহ করবে, এখানে কোন ফিস গ্রহন করা যাবে না।

On completion of the registration of any marriage or divorce, the Nikah Registrar shall deliver to the parties concerned an arrested copy of the entry in the register, and for such copy no charge shall be made. [Article 9 of The Muslim Marriages and Divorces (Registration)  Act, 1974]

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

1 comment

error: Content is protected !!