দলিলের নকল (Certified Copy) গ্রহনের ফিস কত? জানুন।

Last Updated on 03/07/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

দলিলের সার্টিফাইড কপি বা নকল পেতে আপনাকে নন-জুডিশিয়াল স্টাম্পে দলিলটি কপি করে রেজিস্ট্রেশন ফি সিডিউলের দফা ‘জি (এ)’ এবং ‘দফা জিজি’ -তে উল্লিখিত ফি পরিশোধ করতে হবে। তবে জরুরিভাবে দ্রুত নকল উঠানোর জন্য ‘জি (বি)’ দফার ফিও পরিশোধ করতে হবে।

স্টাম্প সিডিউল এর দফা ২৩ অনুসারে, মূল দলিলে ব্যবহৃত স্টাম্প শুল্কের পরিমান ০ থেকে ১০০০ টাকা হলে সেই দলিলের নকলের স্টাম্প হবে ১০০ টাকা। মূল দলিলটিতে ব্যবহৃত স্টাম্প শুল্কের পরিমাণ ১০০০ টাকার বেশি হলে সেই দলিলের নকলের স্টাম্প শুল্ক হবে ২০০ টাকা। ।

দফা ‘জি (এ)’-ঃঃ- কোন হেতু, ভুক্তি বা দলিলের নকল প্রস্তুতকরণ বা প্রদানের ক্ষেত্রেঃ

  • দলিলের প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা তার অংশ বিশেষের জন্য- ২৪ টাকা।

দফা ‘জি (বি)’-ঃঃ- কোন আবেদনকারী, কার্যালয়ের অন্যান্য নকলের কাজ অপেক্ষা,  তাহার প্রার্থিত নকলের জন্য অগ্রাধিকার চাইলে, তাহাকে অতিরিক্ত ৫০ টাকা দিতে হইবে, বা যদি নকলটি প্রতি পৃষ্টায় ৩০০ শব্দ-বিশিষ্ট চার পৃষ্টার অধিক হয়, তাহলে প্রতি পৃষ্টার জন্য ১৫ টাকা হারে অতিরিক্ত ফি দিতে হবে।

দফা ‘জিজি’-ঃঃ–  কোন ভুক্তি বা দলিলের নকল প্রস্তুতকরণ বা প্রদানের ক্ষেত্রে ‘জি (এ)’ তে উল্লিখিত ফি ব্যতিত নকলনবিশগণের পারিশ্রমিক বাবদ নিম্নবর্ণিত হারে অতিরিক্ত অর্থ প্রদান করিতে হইবে, যথাঃ

  • দলিলের প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা তার অংশ বিশেষের জন্য- ৩৬ টাকা।

বিঃদ্রঃ ১। উল্লিখিত ফি রেজিস্ট্রি অফিসে নগদে পরিশোধ করতে হবে।

২। যদি কোন আবেদনকারী ইতোমধ্যে নিবন্ধিত কোন দলিলের মুদ্রিত বা টাইপকৃত নকল দাখিল করিয়া উহাকে “অবিকল নকল” মর্মে প্রত্যয়নযুক্ত রূপে পাইবার জন্য আবেদন করে, তাহলে এরূপ নকলের তুলনা করার জন্য ফিস ও পারিশ্রমিকের দফা ‘জি’ ও ‘জিজি’ অনুসারে ধার্যযোগ্য ফিস ও পারিশ্রমিকের অর্ধেক হইবে।

৩। ফিস প্রদান হইতে রেহাইপ্রাপ্ত নকল ব্যতিত অন্যান্য সকল নকলের আবেদনপত্রে কোর্ট ফি আইন, ১৮৭০ অনুসারে, ২০ টাকার কোর্টফি লাগাতে হবে।

দলিলের নকল বা সার্টিফাইড কপি এর ফি সহজে হিসাব করতে এখানে ক্লিক করে “নকল-তল্লাশ ফিস ক্যালকুলেটর মোবাইল অ্যাপটি ইন্সটল করুন।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

10 comments

  • জনাব, অদ্য আমি সদ্য রেজিসট্রিকিত একটি নকল তুলিতে সাব রেজিসট্রি অফিসে গেলে আমাকে এক ১২০০ টাকা ফিস দাবি করে। পরবর্তীতে কম টাকা নেওয়ার অজুহাতে, দলিল লেখকের নিকট হইতে হুবহু ৫০ টাকার রিভিনিউ স্ট্রাপের উপরে কমপিউটার কপি করে দেই। তাহাতে আমার ২০০ টাকা খরচ হয়। এর পরও আফিসার আমার নিকট হইতে ৮০০ টাকা নেয়। তবে নকলটি তিনি ৪ দিনে মাথায় আমাকে দিয়ে দেন। এতএব তথাপি আমার মনে হয়, আমার নিকট হইতে তিনি অতিরিক্ত টাকা আদায় করিয়াছেন। তার যথেষ্ট প্রমাণ আমার কছে রয়েছে। দয়া করে এর প্রতিকার থজানাবেন।

  • জনাব, অদ্য আমি সদ্য রেজিষ্ট্রিকিত একটি নকল তুলিতে সাব রেজেষ্ট্রি অফিসে গেলে আমাকে এক ১২০০ টাকা ফিস দাবি করে। পরবর্তীতে কম টাকা নেওয়ার অজুহাতে বলেন , দলিল লেখকের নিকট হইতে হুবহু ৫০ টাকার রিভিনিউ স্ট্রাপের উপরে কমপিউটার কপি করে দেই। তাহাতে আমার ২০০ টাকা খরচ হয়। এর পরও আফিসার আমার নিকট হইতে ৮০০ টাকা নেয়। তবে নকলটি তিনি ৪ দিনের মাথায় আমাকে দিয়ে দেন। এতএব তথাপি আমার মনে হয়, আমার নিকট হইতে তিনি অতিরিক্ত টাকা আদায় করিয়াছেন। তার যথেষ্ট প্রমাণ আমার কছে রয়েছে। দয়া করে এর কোন প্রতিকার থাকলে জানাবেন।

  • দলিলের নকল তোলার জন্য দলিল লেখক ২০০০ চেয়েছে সেটা কি আইন সম্মত।

  • তাং ৪/২/৫৭ দলিলনং-১১৩৮ সাবরেজিস্ট্রি অফিস নওগাঁ জেলা রাজশাহী মৌজা বাঙ্গাবাড়ীয়া জরুরী প্রয়োজন উপযুক্ত মূল্য দয়া হবে চলতি ৬/২/২/ তাংএর মধ্যে।

  • তাং ৪/২/৫৭ দলিলনং-১১৩৮ সাবরেজিস্ট্রি অফিস নওগাঁ জেলা রাজশাহী মৌজা বাঙ্গাবাড়ীয়া জরুরী প্রয়োজন উপযুক্ত মূল্য দয়া হবে চলতি ৬/২/২/ তাংএর মধ্যে।

  • দলিল নাম্বার ৪৯৬৩…২৯/১২/১৯৮১
    দলিল নাম্বার ৪১০৪…২২/০৬/১৯৮২

  • জনাব,আমি কি ইন্টারনেটের মাধ্যমে উক্ত সেবা পেতে পারি?
    অফিসে না গিয়ে?

  • আমি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা দিলালপুর মৌজার৬১৭’৬১৮’৬২২ নং দাগের ১৯৬০ সালের আগের দলিলের নকল উঠাতে চাই দয়া করে জানাবেন

error: Content is protected !!