জমির পরিমাণ বের করার সূত্র

জমির পরিমাণ বের করার সূত্র

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

মাত্র কয়েকটি ক্লিকে জমি বা প্লটের পরিমাপ বের করতে ” মোবাইলের প্লে-স্টোর থেকে “জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ইন্সটল করুন।

“জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।

জমি পরিমাপের সূত্রঃ প্রথমে জমিখণ্ডের দৈর্ঘ্য ও প্রস্ত কত ফুট তা বের করুন। জমির চার দিকের মাপ সমান না হলে দৈর্ঘ্য ও প্রস্তের গড় বের করুন। এরপর দৈর্ঘের সাথে প্রস্তের গুনফলকে ৪৩৫.৬ দ্বারা ভাগ করুন। এতে যা বের হবে, সেটাই জমির পরিমাণ (শতাংশে)।

sddddddf

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

6 comments

  • আমার বড় ভাই মারা গেছেন, আমরা নয় ভাইবোন আমার একমাত্র ভাতিজি সমস্ত৷ সপত্তি লিখে দিতে চাই। এর জন্য কি বন্টন নামা ( ওয়ারিশান সার্টিফিকেট) নিয়ে রেজিষ্ট্রি করতে হবে নাকি সরাসরি হবে। কম খরচে কি দলিল করা যাবে। পরামর্শ প্লিজ।

    • বন্টন নামা দলিল করতে হবে এবং ওয়ারিশান সার্টিফিকেট তো অবশ্যই লাগবে আর খরচের কথা বলা সম্ভব না ।

  • আপনার পেইজটি অত্যান্ত সহজ ও হ্যান্ডি। একজন অজ্ঞ লোকও একটু মনযোগ দিলে সাবলিল ভাবে শিখতে পারবে, যেমনটা আমি। অনেক অনেক ধন্যবাদ।
    আপনার বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর দেয়া যাবে কি?

error: Content is protected !!