Last Updated on 01/05/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। নিচের লিংকে ক্লিক করে এবং প্রয়োজনীয় অপশন গুলো পূরণ ও সার্চ করে আপনার খতিয়ান যাচাই করুন। সার্চ করার পূর্বে নিচে লিখিত সার্চ করার পদ্ধতি পড়ুন।
যাচাই পদ্ধতিঃ
- প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন।
- এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন।
- উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন, আপনার উপজেলার নামে ক্লিক করুন।
- এরপর মৌজা ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে, সে সকল মৌজার নাম দেখতে পাবেন। আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক করুন।
মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেনঃ
- খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে,
- দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে,
- জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং
- জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে জমি মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে সার্চ করে।
এই চার মাধ্যমের প্রত্যেকটির বাম পার্শ্বে একটি ছোট গোল ঘর বা বৃত্ত রয়েছে। উপরের চার পদ্ধতির যে পদ্ধতিতে আপনি সার্চ করতে চান, তা বাম পার্শ্বের গোল ঘরে মাউস দিয়ে ক্লিক করুন। এরপর উপরের চার পদ্ধতির মধ্যে আপনি যে পদ্ধতিতে ক্লিক করেছেন তার ঠিক নিচে একটি ছোট বক্সটি আসবে, বক্সটি পূরণ করুন। অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন, মালিকের নাম সিলেক্ট করে থাকলে মালিকের নাম বক্সে লিখুন, মালিকের পিতা/স্বামীর নাম সিলেক্ট করে থাকলে পিতা/স্বামীর নাম বক্সে লিখুন।
এরপর নিচে দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। সংখ্যা দুটি যোগ করে যোগফল নিচের বক্সে লিখুন। সর্বশেষ ‘খুজুন’ অপশনে ক্লিক করুন।
এভাবে আপনি আপনার পছন্দের খতিয়ান দেখতে বা যাচাই করতে পারবেন।
জমি-জমা সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ “মাটির পাঠশালা-School of Land” এ যুক্ত হোন, যুক্ত হতে মাটির পাঠশালায় ক্লিক করুন।
- বাংলাদেশের সকল দলিলের সরকার নির্ধারিত রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন।
- দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানোর পদ্ধতি, ফিসের হার এবং সূচিপত্র তল্লাশের নিয়ম জানতে এখানে ক্লিক করুন।
- অনলাইনে জমি খারিজ বা নামজারি করার জন্য এখানে ক্লিক করুন।
- এখানে ক্লিক করে জেনে নিন, রেজিস্ট্রি অফিস থেকে কিভাবে মূল দলিল সংগ্রহ করবেন।
আর এস দাগ নং দিয়ে কিভাবে খতিয়ান বের করতে পারব?
লিখিত নির্দেশনা অনুযায়ী কম্পিউটার বা ল্যাপটপ থেকে চেষ্টা করুন।
dhaka middle badda amr jaiga acay ami online korcii but kibabey cheek korbo amr kacay online user pass acay..
ldtax.gov.bd এখানে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ভূমি সংক্রান্ত সেবা সহজবোধ্য ও স্বচ্ছ করতে লেখকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সৃষ্টিকর্তার নিকট আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
মাশাআল্লাহ।
This is an excellent direction for getting information about lands.
Thank you for your comment. You may share the link to your facebook timeline for others.
স্যার জমির দলিল, খতিয়ান,দাগ নম্বর,কোনো কাগজ নেই কিভাবে কি ভাবে বের করকে পারি???
একজন আমিন নিয়ে এসে আপনার জমি দেখিয়ে দিন। উনি দাগ-খতিয়ান বের করে দেবেন।
এখানে ক্লিক করে জেনে নিন, রেজিস্ট্রি অফিস থেকে কিভাবে দলিল তল্লাশ করে নকল উঠাবেন।
আমার কাছে শুধু এস এ খতিয়ান আছে আর জায়গার অবস্থান জানিনা? এখন এস এ খতিয়ান দিয়ে কিভাবে আর এস খতিয়ান বের করব?
আপনি একজন আমিন/সার্ভেয়ার এর সাহায্য নিন। উনি পুরাতন ম্যাপের সাথে নতুন ম্যাপের তুলনা করে জমির নতুন দাগ নম্বর ও জমির অবস্থান বের করে দেবেন।
খতিয়ান পর্চা চাই
আপনার খতিয়ান সার্চ করে খুজে পেলে এই লিংকে থেকে খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন করতে পারবেন।
আমি আমার জমিনের অললাইনে খতিয়ান চেক করতে চাই
এই লিংক থেকে চেক করতে পারেন।- https://landregistrationbd.com/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%A4%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE/
দিয়ারা খতিয়ান কুজে পাওয়ার উপায় কি?
জমির খতিয়ান অনলাইন চাই
eporcha.gov.bd
আমার বাবা দাদার সম্পত্তি চাচাতো কাকারা ভোগ করে খাচ্ছে, আমরা বললে বলে সব সম্পত্তি কিক্রয় করে গেছে,কিভাবে সম্পত্তি বের করে ঐ সব সম্পত্তি কিভাবে দখলে যেতে পারবো আপনারা আমাকে সহযোগিতা করবেন প্লিজ।
যে জমিগুলো অনলাইনে খারিজ না করে, ভেন্ডরের সাহায্যে খারিজ করা হয়। সেই জমি গুলোর কোনো তথ্য অনলাইনে পাওয়া যাবে কি?
অথবা, সেই জমি গুলোর নামজারি সঠিক আছে কিনা তা জানার উপায় কি?
অনালাইনে নামজারির আবেদন করে থাকলে তা অনলাইনে যাচাই করা যাবে।
জমির রেকর্ড বের করবো
এই লিংক থেকে জানা যাবে। https://landregistrationbd.com/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%A4%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE/
Your guide is very helpful
মালিকানা যাচাই
আমার খতিয়ান সম্বন্ধে জানতে চাই। চট্টগ্রামে অফিস।
আমার দাদা,জমি আমার বাবা কে দিছে,আবার আমার বাবা,আমাকে দিছে, সেই জমি আমার ফুবু এবং আমার মার কাছে নাকি নিছে,এখন আমি কি ওই জমি পাবো
ক্যাপচা কোড কিভাবে পাব
Dhaka City Jorip Khatian Dekhte chai
আমাদের ঘাসেরখিল মৌজার খতিয়ান আসেনা কেনো
Assalamualaikum, I want to check the khotian, dhag number and main malik of land using by dhag number. Pl help me the needfull.
salam , why not find any result by other 2 filter criteria as not knew my land khatian or dag no. from the link. but in other site I see preview map of seat nos but not good map to see any writing on it to locate my land and records nos if showing !
আমি বি এস খতিয়ান এর আবেদন করছি ৯০টাকা। উপায় থেকে কেটে নিলো আমাকে ডেলিভেরি তারিখ এমন কোন কিছু আসে নাই ইরোর দেখালো এখন কি করবো
আমি মাঠ জরিপয়ের একটি পচ
আমার জমি 15 শতক নতুন রেকটে এসেছে ৮শতক এখন আমি কি ভাবে 15 শতক খারিজ করতে পারি
খতিয়ান কিভাবে চেক করবো
আমার জমির খাজনা,খতিয়ান,দাগ নম্বর যাচাই করতে চাই
১৯৮২ সালে দলিল হয়েছে । এর পর থেকে অন্য লোকদেখল করে খাচ্ছে । দলিল খুজে দেখা যাচ্ছে জমি আমার , CS , SA রেকর্ড ছাড়া বাকী রেকর্ড দখলকারীদের নামে হয়েছে হয়ত । এখন RS , BS রেকর্ড কিভাবে করা যাবে ?
দাগ নম্বর দিয়ে জমির মালিক চেনার উপায়
eporcha.gov.bd
খতিয়ান যদি না বাসে তাহলে আমি কি ভাবে বুজবো এটাই আমার প্রয়জন,
জমির নতুন দাগ ও খতিয়ান অনলাইনে খুজে পাওয়া যাচ্ছে না কিভাবে পেতে পারি?
একজন সার্ভেয়ার (আমিন) এর সহায়তায় নতুন দাগ থেকে পুরাতন দাগ জেনে নিন।
আমি গতো ১৮-০৫-২০২৩ তারিখে একটা খতিয়ান এর জন্য দিছি, ০১-০৬-২০২৩ তারিখে দেওয়ার কথা চিলো কিন্তু পায়নি , কিন্তু কেন পায়নি একটি জানাবেন?????
শিকারপুর মৌজা আর এস খতিয়ান
নামজারির খতিয়ান ৬৮৮৮ জানতে চাই
S A
please noock my fb id shahey akram
You can write here.
মোজা সিচা জমির খতিয়ান
বিস্তারিত লিখুন।
আসসালামু আলাইকু। আমার একটি জমি আমি অনলাইনে সার্চ দিয়ে পাচ্ছিলাম না। এলাকার ভূমি অফিসে জিজ্ঞেস করায় তারা বলেছে অনলাইনে এন্ট্রি হয়ে গেছে কিন্তু land.gov.bd এর e porcha অংশে search দিলে তা পাওয়া যাচ্ছে না এটার সমাধান কি? অনুগ্রহপূর্বক জানাবেন
eporcha.gov.bd সাইটে কেবলমাত্র জরিপের খতিয়ান পাওয়া যায়।
কক্সবাজার সদর মৌজার ঝিলজা খতিয়ান নং 18293
এই লিংক থেকে ডাউনলোড করুন অথবা কপির জন্য আবেদন করুন। https://landregistrationbd.com/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%A4%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE/
CS number deye ki SA, RS O Khatiyan Abong jomir oboshthan jana jabey ki ???
সি,এস খতিয়ান ও দাগ নম্বর জানা থাকলে আপনি একজন সার্ভেয়ার বা আমিন ডেকে তাকে জানিয়ে দিন। তিনি সি,এস দাগ থেকে আর,এস খতিয়ানসহ অন্যান্য তথ্য দিতে পারেন।
কিভাবে নিজের নামে জমি দেখব
অনলাইনে জমির দাখিল বা খাজনা কিভাবে দিতে হয়
আসসালামুয়ালাইকুম স্যার,,,
আমার বাবা মৃত্যু…!!
আমার বাবা ১৯৯৪ তে জায়গা বিক্রি করেছে শুনেছি। সবার থেকেই কিন্তু কোন পমান পাইনি তার…!
এইটা কীভাবে জানবো যে আমার বাবা জায়গা বিক্রি করেছে নাকি করে নাই….?
Excellent
পেটি খতিয়ান কিভাবে চেক করবো দয়া করে জানাবেন কি?
২০ জানুয়ারী ২০২৪, খতিয়ানের জন্য আবেদন করে আজ ও পাই নি।ডেলিভারি তাং ২৯ জানুয়ারী ২০২৪। এখন ডিসি আফিসে যোগাযোগ করার পর বলে, প্রতিটা খতিয়ানের জন্য এখন আবার ১০০ টাকা করে ঘুষ দিতে হবে। প্রতিটা খতিয়ানের জন্য ১৪০ টাকা, যেখানে ৪০ টাকা পোষ্ট আফিস ফি নেওয়া হয়েছে। পোস্ট আফিসে তো পাঠানো হয়নি, তারপর এখন আবার ঘুষ। আমি ভূমি মন্ত্রীর দূষ্টি আকর্ষন করছি, আমরা কি সঠিক সেবা পাবনা।
খতিয়ান
আমার জমির দাবি
অনলাইনে আর এসব খতিয়ান দেখতে পাচ্ছি না। কিন্তু কেন?