কমিশন ইস্যু করিবার পৃষ্ঠাঙ্কন (Endorsement)

কমিশন ইস্যু করিবার পৃষ্ঠাঙ্কন (Endorsement)

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

[ফরম নং ৫]

[বিধি ৩৪ দ্রষ্টব্য]

এই পাওয়ার অব অ্যাটর্নি (বা দলিল) ‘কখ’ পিতা ‘গঘ’ সাকিন/নিবাস……… থানা/উপজেলা……….. জেলা……..  পেশা………. ধর্ম……….দ্বারা সম্পাদিত হইয়াছে বলিয়া দাবি করা হইতেছে বিধায় তৎকর্তৃক সম্পাদিত হইয়াছে কিনা তাহা অনুসন্ধান করিবার উদ্দেশ্যে নিবন্ধন আইন, ১৯০৮ (১৯০৮ সনের ১৬ নং আইন) এর ধারা ৩৩ এর উপ-ধারা (৩) [বা ধারা ৩৮ এর উপ-ধারা (২) এর] অধীন……….. ( কর্মকর্তার নাম ও পদবি) বরাবর এতদদ্বারা একটি কমিশন ইস্যু করা হইল।

নিবন্ধনকারী কর্মকর্তার স্বাক্ষর ও পদবি
তারিখ…………………

দ্রষ্টব্য: অন্য কার্যালয়ের নিবন্ধনকারী কর্মকর্তার নিকট কমিশন ইস্যু করা হইলে তাহার নাম লিখিবার প্রয়োজন নাই।

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!