ধারা ৫৮ এর অধীন (Endorsement) পৃষ্ঠাঙ্কন

ধারা ৫৮ এর অধীন (Endorsement) পৃষ্ঠাঙ্কন

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

ফরম নং ৩

ধারা ৫৮ এর অধীন পৃষ্ঠাঙ্কন

(বিধি ৪৫ দ্রষ্টব্য)

‘কখ’ পিতা ‘গঘ’ গ্রাম……………. থানা/উপজেলা………………… জেলা……………… পেশা……………… ধর্ম কর্তৃক সম্পাদন স্বীকৃত হইয়াছে।

‘কখ’ (সম্পাদনকারী) এর স্বাক্ষর

‘ঙচ’ পিতা ‘ছজ’ গ্রাম……………………… থানা/উপজেলা…………………….. জেলা……………….. পেশা………………… ধর্ম………………….. কর্তৃক সনাক্ত করা হইয়েছে।

‘ঙচ’ (সনাক্তকারী) এর স্বাক্ষর

নিবন্ধনকারী কর্মকর্তার স্বাক্ষর ও পদবি
তারিখ…………………………….

টীকাসমূহ

(১) কোন এজেন্ট কর্তৃক সম্পাদন স্বীকৃত হইলে, নিম্নবর্ণিত শব্দসমূহ সংযোজন করিতে হইবে:

” ‘কখ’ যিনি………………….জেলা/সাব-রেজিস্ট্রার কর্তৃক প্রমাণিত ২০……….সনের…………….নং পাওয়ার অব অ্যাটর্নির অধীন ‘টঠ’ এর এজেন্ট।”

(২) কোন মৃত ব্যক্তির প্রতিনিধি কর্তৃক সম্পাদন স্বীকৃত হইলে নিম্নবর্ণিত শব্দসমূহ সংযোজন করিতে হইবে:

“মৃত ‘টঠ’ এর প্রতিনিধি, যাহার উক্তরূপ ক্ষমতায় উপস্থিত হইবার অধিকার সন্তোষজনকভাবে প্রমাণিত হইয়াছে।”

(৩) পাওয়ারদাতার পক্ষে এজেন্ট কর্তৃক সম্পাদিত দলিলের ক্ষেত্রে পৃষ্টাঙ্কনটি হইবে:

” ‘ভম’ এর পক্ষে নিযুক্ত অ্যাটর্নিরূপে ‘কখ’ পিতা ‘গঘ’ সাকিন/নিবাস…………………থানা/উপজেলা…………………. জেলা………………….. পেশা……………………… ধর্ম……………………..কর্তৃক সম্পাদন স্বীকৃত হইয়াছে।”

(৪) নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৮৮ এর অধীন সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ব্যক্তিগত উপস্থিতি হইতে অব্যাহতিপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কোন সহকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিগণ কর্তৃক সরকারি ক্ষমতাবলে সম্পাদিত দলিলের ক্ষেত্রে সম্পাদন স্বীকারের পৃষ্টাঙ্কনটি এইরূপ হইবে:

“নিবন্ধন আইন, ১৯০৮ এর ধারা ৮৮ এর অধীন সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ব্যক্তিগত উপস্থিতি হইতে অব্যাহতিপ্রাপ্ত………………………… কর্তৃক (অথবা তাহার সূত্রে) সম্পাদনা তাহার সিলমোহর (যদি সিলমোহর যুক্ত হইয়া থাকে) এবং স্বাক্ষর দ্বারা প্রমাণিত হইয়াছে।”

টীকা: যেক্ষেত্রে সূত্র নিষ্প্রয়োজন বা প্রদত্ত হয় নাই সেইক্ষেত্রে “তাহার সূত্রে (on reference to him)” শব্দগুলি কাটিয়া দিতে হইবে।

(৫) যেক্ষেত্রে সম্পাদনকারী বা তাহার এজেন্ট নিবন্ধনকারী কর্মকর্তার নিকট ব্যক্তিগতভাবে পরিচিত হন, সেইক্ষেত্রে, শনাক্তকরণ বাক্যাংশের স্থলে “ব্যক্তিগতভাবে আমার নিকট পরিচিত” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

(৬) যেক্ষেত্রে কোন দলিলের সম্পাদন সূত্রে নিবন্ধনকারী কর্মকর্তার সম্মুখে কোন টাকা পরিশোধ বা মাল সরবরাহ করা হয় অথবা যেক্ষেত্রে এইরূপ কোন সম্পাদনের সূত্রে তাহার সম্মুখে পণ মূল্যের সাকুল্য বা আংশিক প্রাপ্তি স্বীকার করা হয়, সেইক্ষেত্রে, ধারা ৫৮ এর দফা (গ) এর অধীন পৃষ্টাঙ্কনটি, ক্ষেত্রমত, নিম্নের যেকোন একটি নিদর্শে লিখিত হইবে:

(ক) “…………….কর্তৃক পণস্বরূপ আমার সম্মুখে………….. কে……………..টাকা (বা মাল) পরিশোধ (বা সরবরাহ) করা হইয়াছে।”

(খ) “উপরিউক্ত সম্পাদনকারী ‘কখ’ কর্তৃক পণ স্বরূপ…………….টাকার প্রাপ্তি স্বীকৃত হইয়াছে।”

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

1 comment

  • ধন্যবাদ সার’ এখন থেকে। দলিল রেজিস্ট্রি শেষ করার পড়। এলটি নোটিশ । দ্বারা ওয়ান লাইনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় কেইস এন্টি করে। উপজেলা সহকারী (ভূমি)@ নির্বা ্্ষ্্্্ষ্্্ষ্্্্ষ্্ষ্্্্্্্্ষ্্্ষ্্্্ষ্্ষ্্্্

error: Content is protected !!