রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের পদ্ধতি

রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের পদ্ধতি

Last Updated on 25/06/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

ভূমির রেকর্ড বা খতিয়ানের প্রায় সকল ভুল ভূমি অফিসে মিসকেস এর মাধ্যমে সংশোধন করা যায়। ভূমি মন্ত্রণালয় বিভিন্ন সময়ে এ সংক্রান্ত পরিপত্র জারি করে সংশোধন প্রক্রিয়াকে সহজতর করেছে। পরিপত্রগুলো ডাউনলোড করে বিস্তারিত জেনে ভূমি অফিসে খতিয়ান সংশোধনের জন্য আবেদন করা যেতে পারে। 

 

খতিয়ান বা রেকর্ডের ভুল সংশোধনের জন্য ভূমি মন্ত্রণালয়ের ২৯ জুলাই, ২০২১ তারিখের পরিপত্রের পিডিএফ কপির জন্য এখানে ক্লিক করুন।

Download

খতিয়ানের ভুল সংশোধনের জন্য ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র_compressed

 

 

খতিয়ান বা রেকর্ডে ভুল সংশোধন বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ২৩ সেপ্টেম্বর, ২০১৫ তারিখের পরিপত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download

খতিয়ান বা রেকর্ডে ভুল সংশোধন সংক্রান্ত ২৩ সেপ্টেম্বর, ২০১৫ তারিখের পরিপত্র

 


এখানে ক্লিক করে জেনে নিন রেকর্ড বা খতিয়ান সংশোধনের জন্য কখন ল্যাণ্ড সার্ভে ট্রাইবুনালে মামলা করবেন।

এখানে ক্লিক করে জেনে নিন, খতিয়ান চূড়ান্ত হওয়ার আগে ভুল থাকলে কিভাবে তা শুদ্ধ করবেন।

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

6 comments

Leave a Reply to Md. Shafiullah Cancel reply

  • প্রতারণা মুলক খতিয়ান এসি ল্যান্ড সংশোধন কেইস নিতে চাচ্ছেন না, সিভিল কোর্টএ যেতে বলছেন।

  • স্যার আমার দাদার নামে আর এস খতিয়ান আছে কিন্ত বি আর এস খতিয়ানে নাম আসে নি

  • এস এ জরিপ চলাকালিন তখন আমার দাদা মারাগেছে
    আমার বাবা তখন ধুধের শিশু আমার চাচাত দাদা
    আমার দাদার অন্য আমার বাবার নামে রেকর্ড না করিয়ে
    সেতারনিজের নামে এস এ খতিয়ান কোরে নিয়ে ছে আর
    সেই থেকে আমার দাদার সম্পত্তি থেকে আমার বাবা বেদখল
    আজ ও আমরা আমাদের জমিন বুজে পাইনি দুখের বিসায়ে
    হলো আমার দাদা কোনো জমিন বিক্রি করেনেনি
    বিস্তারিত জানালে খুসি হতাম ধন্যবাদ

  • আমরা দাদার জমিন অন্য দাদা খায়
    শুধু এসে এ 39 খতিয়ানে দাদার এবং
    বাবার নাম আছে আর কোনো খতিয়ান
    বা দাগে দাদা এবং বাবার নাম আসেনা কেনো
    আমরা দাদা কোনো জমিন বিক্রি করেননি

  • খতিয়ানে জমি আছে ১৮ শতক কিন্তু নকশায় রয়েছে ১২ শতক।প্রতিকার জানাবেন প্লিজ।

error: Content is protected !!