অনলাইনে জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি

অনলাইনে জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি।

Last Updated on 28/08/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

বর্তমানে প্রায় সব ধরনের খতিয়ান অনলাইনে পাওয়া যাচ্ছে। নিচের লিংকে ক্লিক করে এবং প্রয়োজনীয় অপশন গুলো পূরণ ও সার্চ করে আপনার খতিয়ান যাচাই করুন। সার্চ করার পূর্বে নিচে লিখিত সার্চ করার পদ্ধতি পড়ুন।



খতিয়ান নম্বর জানা থাকলে যাচাই পদ্ধতিঃ

১। উপরে দেয়া লিংকে ক্লিক করে প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন।

২। আপনার বিভাগে ক্লিক করলে ঐ বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন, আপনার জেলায় ক্লিক করুন।

৩। জেলায় ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলা/থানার নাম দেখতে পাবেন, আপনার উপজেলা/থানার নামে ক্লিক করুন।

৪। আপনার উপজেলা/থানায় ক্লিক করলে খতিয়ানের ধরন দেখতে পাবেন। আপনি যে খতিয়ান তুলতে চান, সেখানে ক্লিক করুন।

৫। আপনি যে ধরনের খতিয়ান তুলতে চান (সিএস, এসএ, আরএস, বিআরএস, বিএস, দিয়ারা, পেটি ইত্যাদি) সে খতিয়ানে ক্লিক করলে আপনার উপজেলা/থানার অধীন যেসকল মৌজার খতিয়ান চূড়ান্ত হয়েছে, সেসকল মৌজা এবং মৌজা নম্বর (জেএল নম্বর) দেখতে পাবেন। আপনি আপনার মৌজার নামে ক্লিক করুন।

৬। আপনার মৌজায় ক্লিক করলে ঐ মৌজার যেসকল খতিয়ান অনলাইনে আছে, তার কিছু খতিয়ানের তালিকা দেখতে পাবেন। আপনি স্কল করে অথবা আপনার খতিয়ানের নম্বর লিখে ‘খুজুন’ শব্দে ক্লিক করুন। আপনি আপনার খতিয়ান নম্বর ও খতিয়ানের মালিকদের নাম দেখতে পাবেন। 

৭। সার্চ করে খতিয়ান খুঁজে পেলে- খতিয়ান নম্বর ও মালিকদের নাম অংশে ক্লিক করলে খতিয়ানের সারাংশ দেখতে পাবেন। অর্থাৎ খতিয়ানটির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ (সিএস, এসএ, আরএস, বিআরএস, বিএস, দিয়ারা, পেটি ইত্যাদি), মোজার নাম ও মৌজা নম্বর (জেএল নম্বর), খতিয়ানে জমির মোট পরিমাণ, মালিকদের নাম, দাগ নম্বর দেখতে পাবেন। 

৮। খতিয়ানটির অনলাইন কপি এবং সার্টিফাইড কপি পেতে চাইলে ‘ঝুড়িতে রাখুন’ লেখায় ক্লিক করুন। আপনি দুইটি অপশন দেখতে পাবেন। ‘অনলাইন কপি’ ও ‘সার্টিফাইড কপি’ আপনি যে ধরনের কপি পেতে চান, সেটা সিলেক্ট করে নিচের বর্গাকার ঘরে অর্থাৎ চেকবক্সে ক্লিক করুন। সর্বনিচে ‘চেকআউট করুন’ লেখা দেখতে পাবেন। 

৯। ‘চেকআউট করুন’ লেখায় ক্লিক করে অনলাইনে পেমেন্ট করলে আপনি আপনার কাংখিত খতিয়ান পাবেন। 

 

খতিয়ান নম্বর না জানা থাকলে বিকল্প পদ্ধতিঃ-

১। উপরের ১ নম্বর থেকে ৬ নম্বর পদ্ধতি অনুসরণ করুন। ‘অধিকতর অনুসন্ধান’ লেখায় ক্লিক করুন।

২। ভূমি মালিকের নাম অথবা দাগ নম্বর লিখে নিচের ‘খুজুন’ লেখায় ক্লিক করুন। 

৩। সার্চ করে খতিয়ান খুঁজে পেলে- খতিয়ান নম্বর ও মালিকদের নাম অংশে ক্লিক করলে খতিয়ানের সারাংশ দেখতে পাবেন। অর্থাৎ খতিয়ানটির বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ (সিএস, এসএ, আরএস, বিআরএস, বিএস, দিয়ারা, পেটি ইত্যাদি), মোজার নাম ও মৌজা নম্বর (জেএল নম্বর), খতিয়ানে জমির মোট পরিমাণ, মালিকদের নাম, দাগ নম্বর দেখতে পাবেন। 

৪। খতিয়ানটির অনলাইন কপি এবং সার্টিফাইড কপি পেতে চাইলে ‘ঝুড়িতে রাখুন’ লেখায় ক্লিক করুন। আপনি দুইটি অপশন দেখতে পাবেন। ‘অনলাইন কপি’ ও ‘সার্টিফাইড কপি’ আপনি যে ধরনের কপি পেতে চান, সেটা সিলেক্ট করে নিচের বর্গাকার ঘরে অর্থাৎ চেকবক্সে ক্লিক করুন। সর্বনিচে ‘চেকআউট করুন’ লেখা দেখতে পাবেন। 

৫। ‘চেকআউট করুন’ লেখায় ক্লিক করে অনলাইনে পেমেন্ট করলে আপনি আপনার কাংখিত খতিয়ান পাবেন। 

 

 

জমি-জমা ও দলিল রেজিস্ট্রি বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে এখানে ক্লিক করুন- AmarVumi.com

 

অনলাইনে জমি খারিজ বা নামজারি করার জন্য এখানে ক্লিক করুন।

 

সরকার নির্ধারিত সকল দলিলের ফরমেট পেতে এখানে ক্লিক করুন।

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

71 comments

error: Content is protected !!