Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
“জমি পরিমাপ ক্যালকুলেটর” মোবাইল অ্যাপটি ফ্রি ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
জমি পরিমাপের বিভিন্ন এককঃ
- ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট = ১০০ অযুতাংশ = ৪৮.৪০ বর্গগজ =৪০.৪৬ বর্গমিটার = ১০০০ বর্গলিংক।
- ১ একর = ১০০ শতাংশ = ৪৮৪০ বর্গগজ = ৪৩,৫৬০ বর্গফুট = ১,০০,০০০ বর্গলিংক।
- ১ কাঠা (দেশীয় হিসেবে) = ১.৬৫ শতাংশ (প্রায়) = ৮০ বর্গগজ = ৭২০ বর্গফুট।
- ১ বিঘা (দেশীয় হিসেবে) = ৩৩ শতাংশ = ১৬০০ বর্গগজ = ১৪৪০০ বর্গফুট।
উদাহরণ সহ বুঝিয়ে বলিন