Land Registration BD

দলিল জাল হলে কি করবেন? কিভাবে তা বাতিল করবেন

দলিল জাল হলে কি করবেন কিভাবে তা বাতিল করবেন

কিছু দলিল যেমন- বায়নাপত্র দলিল, পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) দলিল, উইল দলিল, অছিয়ত দলিল রেজিস্ট্রি অফিসে “… বাতিলকরণ দলিল” রেজিস্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ তা বাতিল করতে পারে। দলিল জাল হলে সেই দলিল বাতিলের ক্ষমতা সাব-রেজিস্ট্রার এর নেই। 

আইনে রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের ক্ষমতা আদালতের উপর ন্যস্ত করা হয়েছে। তাই দলিল বাতিলের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে।   

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৩৯ ধারায় রেজিস্ট্রিকৃত দলিল বাতিলের বিধান লেখা রয়েছে। এ ধারা মোতাবেক, যে কোন ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি বাতিল কিংবা বাতিলযোগ্য, যার যুক্তিসঙ্গত সম্ভাবনা আছে যে, সেরূপ দলিল যদি অনিস্পন্ন অবস্থায় ছেড়ে দেয়া হয়, তবে তার গুরুতর ক্ষতির কারন হবে; তবে সে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য ঘোষনার জন্য মোকাদ্দমা দায়ের করতে পারে এবং আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে উক্ত রূপে রায় প্রদান করতে পারেন ও চুক্তিটি বাতিল করার নির্দেশ দিতে পারেন।

তবে যদি কোন দলিল রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ অনুসারে রেজিস্ট্রিকৃত হয়ে থাকে (অর্থাৎ বালাম বহিতে নকল বা কপি হয়ে থাকে), তবে আদালত এরূপ ডিক্রীর একটি কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে প্রেরন করবেন। আদালতের আদেশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা, দলিলটি রেজিস্টার বইয়ের যে পৃষ্টায় নকল হয়েছে সেখানে বিলুপ্তির বিষয়ে টীকা লিপিবদ্ধ করবেন।

কোন রেজিস্ট্রিকৃত দলিল আদালতে জাল বা কপট পরিচয় প্রদানকারী ব্যক্তির মাধ্যমে রেজিস্ট্রিকৃত হয়েছে মর্মে ঘোষিত হলে, সংশ্লিষ্ট আদালত হতে ডিক্রির নকল প্রাপ্তির পর রেজিস্ট্রি অফিসে সংশ্লিষ্ট রেজিস্টার বহিতে নকলের মার্জিনে এবং প্রাপ্তি সাপেক্ষে দলিলটিতেও উক্ত বিষয়ে একটি টীকা লিপিবদ্ধ করতে হবে।

Md. Shahazahan Ali

1 comment

  • স্যার আমার একটি প্রবলেম এর কথা আপনার কাছে শেয়ার করলাম এটার সমাধা দিলে খুবই উপকৃত হব

    ১৯১৮ ইং সালের একটি সাফ কবলা দলিল যাহার তফসিল নিম্নরূপ ( আমাদের মৌজাতে ২৬ শতাংশে পাকি হিসাব )
    CS খতিয়ানে মোট জমি ১৯০ শতাংশ , মালিক ২ জন আঁট আনা করে হিস্যা
    ( রহিম ৯৫ শতাংশ এর মালিক এবং করিম ৯৫ শতাংশ এর মালিক )

    * এই চৌহদ্দি মধ্যে জমি ৫ গণ্ডা ইহার ষোল আনী রকমে হিস্যা ৷৷৵. অংশতে (৩৷⁄ গণ্ডা দাগ নং ১২৩ ডিঃ ৬১
    * এই চৌহদ্দি মধ্যে জমি (৩৸ দাগ নং ১৩০ ডিঃ ১৩
    * এই চৌহদ্দি মধ্যে জমি ⁄ . পাকি দাগ নং ১৭৬ ডিঃ ৩৩
    * এই চৌহদ্দি মধ্যে জমি ⁄ .৶1৸৵ পাকি দাগ নং ১৬০ ডিঃ ৩১
    ইহা দারা কোন দাগে কি পরিমান জমি বিক্রিত বুঝায় ? অর্থাৎ রহিমের অংশ থেকে কি পরিমান জমি বিক্রি করা হল ?
    ব্রিটিশ কানি, গণ্ডার হিসাবে কি পরিমান জমি বিক্রি করা হল ?

    এই বিষয় স্থানীয় সালিশিবর্গ কুনো সমাধান দিতে পারেনাই

error: Content is protected !!