বর্তমানে কেবলমাত্র ঢাকা বিভাগের কয়েকটি জেলা যথা- ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, শরিয়তপুর, কিশোরগঞ্জ জেলার (কয়েকটি এলাকা বাদে) আর,এস ম্যাপ বা বি,আর,এস ম্যাপ অনলাইনে পাওয়া যাচ্ছে।
মৌজা ম্যাপের জন্য এখানে ক্লিক করে ফরম পূরণ করুন।
মৌজা ম্যাপ উত্তোলন পদ্ধতিঃ
“মৌজা ম্যাপ – অনলাইন আবেদন” লেখাগুলোর এর নীচ থেকে-
- বিভাগ সিলেক্ট করুন।
- জেলা সিলেক্ট করুন।
- উপজেলা/সার্কেল সিলেক্ট করুন।
- মৌজা সিলেক্ট করুন।
- সীট সিলেক্ট করুন। [কোনো মৌজা আয়তনে অনেক বড় আকারের হলে একটি কাগজে পুরো নকশা প্রিন্ট করা অসম্ভব হয় বিধায় বড় মৌজার নকশাকে কয়েকটি ভাগে ভাগ করে প্রিন্ট করা হয়। এদের প্রত্যেকটিকে সীট বলা হয়। বর্তমানে কোন নির্দিষ্ট দাগের জমি মৌজা ম্যাপে কোন সীটের অন্তর্ভুক্ত তা সহজে জানতে পারবেন না। সাধারণত প্রত্যেক মৌজা ম্যাপে সীট নম্বর থাকে। নির্দিষ্ট ম্যাপের সীট নম্বর জানতে হলে সেটেলমেন্ট অফিসে গিয়ে ম্যাপ বের করে সীট নম্বর দেখতে হবে অথবা অন্য কোন ভাবে জানতে হবে। তবে যে সকল মৌজায় আর,এস জরিপ চলমান রয়েছে, সেখানকার খতিয়ানগুলোতে সীট নম্বর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।]
- “অনুসন্ধান করুন” লেখায় ক্লিক করুন। সীট অনুযায়ী ছোট মৌজা ম্যাপ দেখতে পাবেন।
- “সার্টিফাইড কপি পেতে আবেদন করুন” লেখায় ক্লিক করুন।
- “ডেলিভারীর প্রয়োজন” থেকে “সাধারণ” ও “জরুরী” এর মধ্যে একটি সিলেক্ট করুন।
- “ডেলিভারী মাধ্যম” থেকে “অফিস কাউন্টার” ও “ডাকযোগে” এর মধ্যে একটি সিলেক্ট করুন। “ডাকযোগে” হলে “জেলার অভ্যন্তরে” অথবা “জেলার বাইরে” সিলেক্ট করুন।
- নাম, ইমেইল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, মোবাইল নম্বর এবং দুইটি এক ডিজিটের সংখ্যার যোগফল লিখুন।
- “পরবর্তী ধাপ (পেমেন্ট)” লেখায় ক্লিক করুন।
- “CARDS”, “MOBILE BANKING” “INTERNET BANKING” “WALLETS”
- “MOBILE BANKING” এর মাধ্যমে পরিশোধ করতে চাইলে “SERVICE” শব্দের নিচে “BKASH”, “NAGAD”, “Upay- UCB” অথবা “ROKET” এর বা পার্শে গোলাকার চিহ্নটিতে ক্লিক করুন।
- “Pay Now” লেখায় ক্লিক করুন।
- “yes” লেখায় ক্লিক করে পেমেন্ট এর পরবর্তী প্রক্রিয়া শেষ করুন।
awesam
Thank you.
Amar jomir do lol
জিলা:চট্রগ্রাম,থনা; আনোয়ারা এর সকল আর এস মৌজা ম্যাপ
মায়ের কাছ থেকে সন্তানেরা জমি ক্রয় করতে পারে? দোয়া করে জানাবেন
মায়ের কাছ থেকে সন্তানেরা জমি ক্রয় করতে চাইলে এবং মা জমি বিক্রয়ে রাজী থাকলে আইনে বাধা নেই।
আমার দাদার বাবার নামে ২২একর জমি আছে,
দাদারা মোঠ পাচ ভাই, যেমন ১,২,৩,৪,৫
সি.এস রেকর্ডে ১এর নামে সব সম্পত্তি
রেকর্ড করিয়ে নিয়েছেন।
বাদ পরেছেন ২,৩,৪,৫
সি.এস খতিয়ানে উল্লেখ আছে
(১গং পাঁচ ভাই),
সি.এস রেকর্ড এ ২,৩,৪,৫ এর নাম না থাকা সত্ত্বেও ,২,৩,৪ এর সমান সমান অংশের দখলে আছে, এবং ১২৩৪ এর উত্তরআদিরা আর.ও.আর তাদের নামে করিয়ে নিয়েছেন।
আর ৫নামের অংশীদারের নাম R.O.R সহ বি.আর.এস এ মুছে গেছে।
প্রশ্নঃ ৫এর অংশীদার যদি তার সম্পুর্ন অংশ ফিরে পাওয়ার জন্য আইনের আশ্রয় নেয় তাহলে কি সে তার পক্ষে রায় পাবেন?
প্লিজ দয়া করে জানাবেন।