জমির ম্যাপ অনলাইনে দেখুন এবং সংগ্রহ করুন।

Last Updated on 24/05/2024 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

বর্তমানে সারা দেশের প্রায় সকল এলাকার জরিপ ম্যাপ অনলাইনে পাওয়া যাচ্ছে। 

মৌজা ম্যাপের জন্য এখানে ক্লিক করে ফরম পূরণ করুন।

মৌজা ম্যাপ উত্তোলন পদ্ধতিঃ

মৌজা ম্যাপ – অনলাইন আবেদন” লেখাগুলোর এর নীচ থেকে-

  1. বিভাগ সিলেক্ট করুন।
  2. জেলা সিলেক্ট করুন।
  3. উপজেলা/সার্কেল সিলেক্ট করুন।
  4. মৌজা সিলেক্ট করুন।
  5. সীট সিলেক্ট করুন। [কোনো মৌজা আয়তনে অনেক বড় আকারের হলে একটি কাগজে পুরো নকশা প্রিন্ট করা অসম্ভব হয় বিধায় বড় মৌজার নকশাকে কয়েকটি ভাগে ভাগ করে প্রিন্ট করা হয়। এদের প্রত্যেকটিকে সীট বলা হয়। বর্তমানে কোন নির্দিষ্ট দাগের জমি মৌজা ম্যাপে কোন সীটের অন্তর্ভুক্ত তা সহজে জানতে পারবেন না। সাধারণত প্রত্যেক মৌজা ম্যাপে সীট নম্বর থাকে। নির্দিষ্ট ম্যাপের সীট নম্বর জানতে হলে সেটেলমেন্ট অফিসে গিয়ে ম্যাপ বের করে সীট নম্বর দেখতে হবে অথবা অন্য কোন ভাবে জানতে হবে। তবে যে সকল মৌজায় আর,এস জরিপ চলমান রয়েছে, সেখানকার খতিয়ানগুলোতে সীট নম্বর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।]
  6. “অনুসন্ধান করুন” লেখায় ক্লিক করুন। সীট অনুযায়ী ছোট মৌজা ম্যাপ দেখতে পাবেন।
  7. “সার্টিফাইড কপি পেতে আবেদন করুন” লেখায় ক্লিক করুন।
  8. “ডেলিভারীর প্রয়োজন” থেকে “সাধারণ” ও “জরুরী” এর মধ্যে একটি সিলেক্ট করুন।
  9. “ডেলিভারী মাধ্যম” থেকে “অফিস কাউন্টার” ও “ডাকযোগে” এর মধ্যে একটি সিলেক্ট করুন। “ডাকযোগে” হলে “জেলার অভ্যন্তরে” অথবা “জেলার বাইরে” সিলেক্ট করুন।
  10. নাম, ইমেইল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, মোবাইল নম্বর এবং দুইটি এক ডিজিটের সংখ্যার যোগফল লিখুন।
  11. “পরবর্তী ধাপ (পেমেন্ট)” লেখায় ক্লিক করুন।
  12.  “CARDS”, “MOBILE BANKING” “INTERNET BANKING” “WALLETS”
  13. “MOBILE BANKING” এর মাধ্যমে পরিশোধ করতে চাইলে “SERVICE” শব্দের নিচে “BKASH”, “NAGAD”, “Upay- UCB” অথবা “ROKET” এর বা পার্শে গোলাকার চিহ্নটিতে ক্লিক করুন।
  14. “Pay Now” লেখায় ক্লিক করুন।
  15. “yes” লেখায় ক্লিক করে পেমেন্ট এর পরবর্তী প্রক্রিয়া শেষ করুন।

 

তথ্য উৎসঃ eporcha.gov.bd

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

129 comments

error: Content is protected !!