নাবালকের পক্ষে আদালত কর্তৃক দলিল

নাবালকের পক্ষে আদালত কর্তৃক দলিল

Last Updated on 07/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিবন্ধন অধিদপ্তর
১৪ আব্দুল গণি রোড ঢাকা।

পরিপত্র:

নাবালকের পক্ষে আদালত কর্তৃক নিযুক্তিয় অভিভাবক দ্বারা সম্পাদিত দলিল রেজিস্ট্যাটিকালে অভিভাবক নিযুক্তি এবং নাবালকের  সম্পতি হস্তান্তরসহ যে কোন কার্জক্রম গ্রহণের অনুমতি প্রদানকারী আদালতের নাম ও মামলা নম্বর হস্তান্তর দলিলের ফরমেটের ৫ ও ৬ নং কলামে (প্রযোজ্য মতো) এবং অনন্যা দলিলের দাতা কলামে গর্তের বয়ানে সুস্পস্টভাবে  উল্লেখ থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য সকল সাব-রেজিস্টারকে নির্দেশ প্রদান করা হল। 

স্বাক্ষরিত
শহীদুল আলম ঝিনুক
মহা-পরিদর্শক, নিবন্ধন
নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।

স্মারক নং-১০.০৫.০০০০.০০৪.৯৯.০২৬.২২. ১৮৪(৫৭৮)               তারিখ: ০৭/০৪/২০২২ইং

অনুলিপি সদয় জ্ঞাতার্থে :

  1. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,  বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  2. মাননীয় সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করা হ,ল:-

  • সহকারী মহা-পরিদর্শক , নিবন্ধন অধিদপ্তর, ঢাকা।
  • পরিদর্শক, ঢাকা বিভাগ/চট্রগ্রাম বিভাগ/ রাজশাহী বিভাগ/খুলনা বিভাগ /বরিশাল বিভাগ, নিবন্ধন অধিদপ্তর, ঢাকা।
  • জেলা রেজিস্টার , ……………………..( সকল )।  তার জেলা কর্মকর্তা, কর্মকর্তা/কর্মচারীদের  অবহতিকরণের  জন্য নির্দেশ প্রদান করা হল।
  • সাব-রেজিস্টার , ……………………..( সকল )।
  • প্রশাসনিক কর্মকর্তা, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
  • শাখা  প্রধান রেজি: শাখা……………………..( সকল )।
  • অফিস কপি।

(শহীদুল আলম ঝিনুক)
মহা-পরিদর্শক, নিবন্ধন
বাংলাদেশ, ঢাকা।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!