Last Updated on 08/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
অধ্যায় ৩
যে সকল ভাষা বিভিন্ন জেলায় সাধারণভাবে প্রচলিত বলিয়া গণ্য হইবে
৩৩। নিবন্ধনকারী কর্মকর্তার অপরিচিত ভাষায় লিখিত দলিল।- জেলায় সাধারণভাবে ব্যবহৃত হয় না এবং নিবন্ধন আইনের ধারা ১৯ এর অধীন যে দলিলে লিখিত ভাষা নিবন্ধনকারী কর্মকর্তার নিকট পরিচিত নহে, উহার একটি যথার্থ অনুবাদ এবং মূল দলিলের অবিকল নকল ব্যতীত দাখিল করা হইলে নিবন্ধন অগ্রাহ্য করা হইবে। বিধি ১৮ উল্লিখিত ধারায় বর্ণিত উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন জেলায়। কোন কোন ভাষা সাধারণভাবে প্রচলিত বলিয়া বিবেচিত হইবে উহা নির্দেশ করে। অতএব, যেক্ষেত্রে | জেলায় প্রচলিত বলিয়া বিবেচিত কোন ভাষায় লিখিত, কিন্তু যাহার সম্পর্কে নিবন্ধনকারী কর্মকর্তার কোন জ্ঞান নাই এইরূপ কোন দলিল সঠিক ইংরেজি অনুবাদ ব্যতীত নিবন্ধনের জন্য দাখিল করা হয়। সেইক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা উহার নিবন্ধন অগ্রাহ্য করিবেন না, বরং তিনি মূল দলিলের একটি অবিকল নকল পেশ করিবার জন্য সংশ্লিষ্ট পক্ষকে অনুরােধ করিবেন, এবং হয় তাহার নিকট হইতে যথাযথভাবে প্রত্যায়িত একটি ইংরেজি অনুবাদ গ্রহণ করিবেন যাহার জন্য ফিসের তালিকা অনুযায়ী কোন ফিস ধার্য করা হইবে না, অথবা জেলা রেজিস্ট্রারের কার্যালয় হইতে এইরূপ একটি অনুবাদ সংগ্রহকরত দলিলটি নিবন্ধনের দিন উহার বিষয়বস্তু তাহার নিকট ব্যাখ্যা করিয়া অনুবাদটির উপর এই মর্মে একটি টীকা লিপিবদ্ধ করিবেন যে, তিনি এইরূপ করিয়াছেন। কেবল যেক্ষেত্রে দলিলটি জেলায়। প্রচলিত সাধারণ ভাষায় লিখিত নহে এবং নিবন্ধনকারী কর্মকর্তার বোধগম্য নহে, এইরূপ যথার্থ অনুবাদ ও অবিকল নকল ব্যতীত দাখিল করা হয়, সেইক্ষেত্রে দলিলটির নিবন্ধন অগ্রাহ্য করা হইবে, এবং নিবন্ধনকারী কর্মকর্তা ধারা ৬২ এ বর্ণিত পদ্ধতি অনুসরণ করিবেন।
Add comment