Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নিবন্ধন পরিদপ্তর
১৪, আব্দুল গণি রোড, ঢাকা।
স্মারক নং-নিপ/রেজিঃশাখাঃ-৫/ তারিখঃ ০৪/১২/১৩ খ্রিস্টাব্দ
প্রেরকঃ– মহা-পরিদর্শক, নিবন্ধন,
বাংলাদেশ, ঢাকা।
প্রাপকঃ জেলা রেজিস্ট্রার, ঢাকা।
বিষয়ঃ- “অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি’র বাতিল (Cancellation)” দলিল রেজিস্ট্রী প্রসঙ্গে।
সূত্রঃ- জেলা রেজিস্ট্রার, ঢাকা এর স্মারক নং-১৩৪৭৮, তারিখঃ ২৭-১১-২০১৪ ইং এবং সাব-রেজিস্ট্রার, বাড্ডা এর স্মারক নং ৮১৯ তারিখঃ ০৭-১১-২০১৩ ইং
উপর্যুক্ত বিষয়ে সূত্রে বর্ণিত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এর ৪(৩) অনুসারে পাওয়ারদাতা ও পাওয়ারগ্রহীতা কর্তৃক ৩০ (ত্রিশ) দিনের নোটিশ প্রদান পূর্বক অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলে প্রদত্ত ক্ষমতার অবসান ঘটানোর উদ্দেশ্যে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রী অফিসে ধারা ৫ অনুসারে নোটিশ জারী করা হয়ে থাকলে এবং শর্তযুক্ত বিধানাবলী প্রতিপালন সাপেক্ষে বাতিলনামা (Cancellation) দলিল রেজিস্ট্রী করতে বাধা নেই।
স্বাক্ষরিত
(খান মোঃ আবদুল মান্নান)
মহা-পরিদর্শক, নিবন্ধন,
বাংলাদেশ, ঢাকা।
স্মারক নং-নিপ/রেজিঃ শাখা-৫/(রাঃবিঃ)/১৮১১৮/১(৬৮) তারিখঃ ৪/১২/১৩
অনুলিপি জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরণ করা হইলঃ-
- সহকারী মহা-পরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
- আই,আর,ও (সকল) বিভাগ, নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।
- জেলা রেজিস্ট্রার, (সকল).।
- অফিস কপি।
স্বাক্ষরিত
(খান মোঃ আবদুল মান্নান)
মহা-পরিদর্শক, নিবন্ধন,
বাংলাদেশ, ঢাকা।
Add comment