রেজিস্ট্রেশন পরিদপ্তর ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের দাবি-দাওয়া সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র

রেজিস্ট্রেশন পরিদপ্তর ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের দাবি-দাওয়া সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়
পুরাতন সংসদ ভবন, ঢাকা।

পত্র সংখ্যা ০৩.০৭৭.০৪.০৪৬.০০.০৪.২০১১-৩৫ তারিখঃ ২৪ চৈত্র, ১৪১৯ বঃ ০৭ এপ্রিল, ২০১৩ খ্রিঃ

বিষয়ঃ রেজিস্ট্রেশন পরিদপ্তর ও এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের দাবি-দাওয়া সম্পর্কে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রেজিস্ট্রেশন পরিদপ্তর ও এর অধীনস্ত দপ্তরের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের কিছু দাবি-দাওয়া উত্থাপন করেন। এসব দাবি-দাওয়া পরীক্ষা করে প্রতিবেদন তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি গঠনের অনুশাসন প্রদান করেন। কমিটি এ বিষয়ে প্রতিবেদন তৈরী করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করলে তিনি নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করেন;

  • রেজিস্ট্রেশন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীতকরণের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবে।
  • প্রশাসনিক মন্ত্রণালয় অর্থ বিভাগের নিকট জেলা রেজিস্ট্রারের বেতন বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সংক্রান্ত একটি স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাবে। অর্থ বিভাগ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে;
  • জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করতে হবে।
  • এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রয়োজনে সহযোগিতা প্রদান করবে।

০২। বর্ণিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগসমূহকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
০৭/০৪/২০১৩
(মোঃ শওকত আকবর)
পরিচালক
ফোনঃ ৮১৫১২৯১
E-mail: dir10@pmo.gov.bd

১। সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

২। সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!