Last Updated on 15/09/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
এখানে ক্লিক করে বিডার ওএসএস প্লাটফর্ম ব্যবহার করে অনলাইনে দলিল রেজিস্ট্রির আবেদন করতে পারবেন- BIDAquickserv.org রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদনের পূর্বে আপনাকে বিডা’তে রেজিস্ট্রেশনের মাধ্যমে Account তৈরি করতে হবে। এজন্য লিংকে গিয়ে বিডা’র হোম পেজে থাকা Login/Registration বাটনে ক্লিক করতে হবে। একবার রেজিস্ট্রেশন করা থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে Login করে অনলাইনে দলিল রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। পূর্বে রেজিস্ট্রেশন করা না থাকলে Create Account লেখায় ক্লিক করে রেজিস্ট্রেশনের মাধ্যমে Account তৈরি করতে হবে। বুঝতে সমস্যা হলে অথবা কোন প্রশ্ন থাকলে লিংকে থাকা হটলাইন নম্বর +8809678771353 ফোন করে রেজিস্ট্রেশন বা লগইন সংক্রান্ত অথবা অন্য কোন বিষয়ে পরামর্শ সেবা পাওয়া যাবে।
Add comment