Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
সাধারনত যে সকল অসৎ উপায়ে দলিল জাল হয়ে থাকেঃ
- সংশ্লিষ্ট জমিতে তার মালিকানা নাই অথচ তিনি নিজে দলিলদাতা সেজে কোন জমি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করালে বা কাউকে মালিক সাজিয়ে নিজ নামে কোন জমি রেজিস্ট্রি করে নিলে দলিলটি জাল হবে।
- পিতা বা মাতার মৃত্যুর পর তাদের রেখে যাওয়া সম্পত্তিতে সাধারনত তাদের ছেলে-মেয়েরাই মালিক হয়। কিন্তু মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেরা দলিলের মাধ্যমে কোন জমি বিক্রি করলে বা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেরা নিজেদের মধ্যে বন্টননামা দলিলের মাধ্যমে জমি বন্টন করলে দলিলটি জাল হবে।
- সরকারী সম্পত্তি কোন ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে রেজিস্ট্রি করালে দলিলটি জাল হবে।
- মৃত ব্যক্তির সম্পত্তি জাল লোক সাজিয়ে বা মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল রেজিস্ট্রি করালে দলিলটি জাল হবে।
- মূল মালিক বিদেশে থাকলে, তার অনুপস্থিতিতে জাল লোক সেজে দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রি করালে দলিলটি জাল হবে।
- মুল দলিল ঘষামাজা বা ওভাররাইটিং করে দাতা বা গ্রহিতার নাম পরিরর্তন, দাগ নম্বর বা খতিয়ান নম্বর বা চৌহদ্দি পরিবর্তন করেও দলিল জাল হতে পারে।
- অফিসের সীল এবং সাব-রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করেও জাল দলিল তৈরি হতে পারে।
আমার দাদার অজান্তে উনার জমি অন্য কেউ রেজিস্ট্রি করে নিয়েছে। জালিয়াতি করে বিভিন্ন দলিল বের করেছে ২৫ বছর পর।
এখন আমার দাদা বেচে নেই।
এ ব্যাপারে পরামর্শ করার মত ভাল লোক পাচ্ছিনা।
দয়াকরে জানাবেন।
যতটুকু পারেন এ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করুন। জমি-জমা বিষয়ে অভিজ্ঞ অর্থাৎ দেওয়ানী মামলা পরিচালনায় অভিজ্ঞ একজন আইনজীবির সাথে সাক্ষাতে পরামর্শ করুন।
1925 সাল আর 1980 সাল এই দুটি সালের কোন কারন বসত অফিসে ভলিউম পাওয়া যাচ্ছে না।
তাই কিছু অবৈধ দলিল লেখক এই সাল কে কেন্দ্র করে জাল দলিল করছে।
এটা শনাক্তকরণের উপায় কি?