Last Updated on 03/08/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
লিজ দলিলের রেজিস্ট্রি খরচ নির্ধারণের পূর্বে লিজ দলিলটিতে বর্ণিত ‘হস্তান্তরিত অধিকার, স্বত্ব বা স্বার্থের মূল্য’ নিরূপণ করতে হয় অর্থাৎ প্রথমে ফি নির্ধারণের ‘Base Price’ বা ‘ভিত্তি মূল্য’ নির্ধারণ করতে হয়। লিজ দলিলটি কোন প্রকারের এবং কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন ফি, কর ও শুল্ক নির্ধারণ করা হবে তা ঠিক করতে হয়।
সাধারণতঃ রেজিস্ট্রেশন ফি যে বিষয় বা মূল্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, সে বিষয় বা মূল্যকে অন্যান্য কর ও শুল্ক নির্ধারণের ভিত্তি হিসেবে ধরা হয়।
কোন নির্দিষ্ট ফি, কর বা শুল্ক মওকুফ সংক্রান্ত কোন সরকারি চিঠিপত্র, পরিপত্র বা আদেশ না থাকলে লিজ দলিল রেজিস্ট্রি করতে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎস কর ও ভ্যাট পরিশোধ করতে হয়। লিজ দলিলে দু’টি পক্ষ থাকে- (১) ইজারাদার বা Lessee বা ইজারাগ্রহীতা (২) Lessor বা ইজারাদাতা।
রেজিস্ট্রেশন ফিঃ
রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপন এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
স্ট্যাম্প শুল্কঃ
উৎস করঃ
লিজ দলিলের উৎস কর সংক্রান্ত আয়কর আইন, ২০২৩ এর ধারা ১২৮ পড়তে এখানে ক্লিক করুন।
লিজ দলিলে উৎস কর বা আয়কর (ধারা ১২৮) কে প্রদান করবেন এ বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।
মূসক বা ভ্যাটঃ
দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন। গেজেটের দ্বিতীয় পৃষ্ঠায় ৯ ও ১০ নম্বর ক্রমিকে দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ কত তা লেখা আছে।
স্থানীয় সরকার করঃ
সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি না হলে- হস্তান্তরিত অধিকার, স্বত্ব বা স্বার্থের মোট মূল্যের ৩% টাকা, সিটি কর্পোরেশন ভুক্ত সম্পত্তির হলে- হস্তান্তরিত অধিকার, স্বত্ব বা স্বার্থের মোট মূল্যের ২% টাকা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি হলে- হস্তান্তরিত অধিকার, স্বত্ব বা স্বার্থের মোট মূল্যের ২% টাকা।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের লিজ দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে স্থানীয় সরকার কর (ইউনিয়ন পরিষদ কর ও উপজেলা স্থাবর সম্পত্তি হস্তান্তর কর) মওকুফ করা হয়েছে। তবে জেলা পরিষদ কর ১% পরিশোধ করতে হয়।
লিজ দলিল রেজিস্ট্রি সংক্রান্ত যে কোন তথ্য বা পরামর্শ পেতে যোগাযোগ করুন, সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ, মোবাইল +8801796779190
Add comment