Last Updated on 07/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
[কর নীতি উইং]
সেগুনবাগিচা, ঢাকা, www.nrb.gov.bd
পত্র নম্বর- ০৮.০১.০০০০.০৩০.০৭.০০৭.২০১৫/১৪৮(১-২) তারিখঃ ২৯ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ; ১৩ আগস্ট, ২০২০ খ্রিস্টাব্দ
বিষয়ঃ বন্টননামা দলিল রেজিস্ট্রেশনকালে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৩ এইচ ধারায় আয়কর আদায় প্রসংগে।
সূত্রঃ জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সাতক্ষীরা এর স্মারক নং- ৩৬০, তারিখঃ ০১/০৩/২০২০ খ্রিঃ
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
২। সূত্রোক্ত পত্রের মাধ্যমে বন্টননামা দলিল রেজিস্ট্রেশন কালে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৩ এইচ ধারায় আয়কর আদায় বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা চাওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং এর নির্দেশনা নিম্নরূপঃ
“একই দলিলের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি সত্তার নামে যৌথ মালিকানায় ক্রয়কৃত জমি বা অবকাঠামো এর মালিকদের মধ্যে দলিল অনুযায়ী বন্টনকালে মূলধনী লাভ অর্জিত না হলে দলিল সম্পাদনের ক্ষেত্রে ৫৩ এইচ ধারায় উৎসে আয়কর আদায়ের প্রযোজ্যতা নেই।
স্বাক্ষরিত
১৩/০৮/২০২০
মোঃ মহিদুল ইসলাম চৌধুরী
দ্বিতীয় সচিব (কর আইন-১)
জাতীয় রাজস্ব বোর্ড
প্রাপক,
জনাব মোহাঃ আব্দুল হাফিজ
জেলা রেজিস্ট্রার
সাতক্ষীরা
অনুলিপিঃ সকল সাব-রেজিস্ট্রার অফিসে বিতরণের জন্য
মহা-পরিদর্শক, নিবন্ধন
নিবন্ধন পরিদপ্তর
১৪ আব্দুল গণি রোড, ঢাকা।
পৈত্রিক সম্পত্তি ভাই-বোনের মধ্যে বণ্টন করার ক্ষেত্রে বণ্টননামা দলিলের পক্ষগণের মধ্যে কোন কোন পক্ষ যদি স্ত্রী থেকে হেবার ঘোষণাকৃত দলিলের মাধ্যমে অর্জিত ভূমি বণ্টন দলিলে অ অন্তভুক করতে চায়, সেই ক্ষেত্রে বণ্টন দলিলে খরচ কি হতে পারে? ভূমি
একক নামে অর্জিত সম্পত্তি বন্টননামা দলিলের অন্তর্ভূক্ত করার সুযোগ নেই।
হেবার মাধ্যমে প্রাপ্ত ভূমি চার ভাই এর মধ্যে বন্টননামা দলিল করতে কি কি ফি প্রদান করতে হয়।