বন্টননামা দলিলের উৎস কর আদায় বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ১৩ আগস্ট, ২০২০ তারিখের পত্র।

Last Updated on 03/09/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

বন্টননামা দলিলের উৎস কর আদায়ের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ১৩ আগস্ট, ২০২০ খ্রিস্টাব্দ তারিখের পত্রের পিডিএফ এর জন্য এখানে ক্লিক করুন।

Download

 

একই দলিলেরব মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামের সম্পত্তি

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

4 comments

Leave a Reply to Md. Shahazahan Ali Cancel reply

  • পৈত্রিক সম্পত্তি ভাই-বোনের মধ্যে বণ্টন করার ক্ষেত্রে বণ্টননামা দলিলের পক্ষগণের মধ্যে কোন কোন পক্ষ যদি স্ত্রী থেকে হেবার ঘোষণাকৃত দলিলের মাধ্যমে অর্জিত ভূমি বণ্টন দলিলে অ অন্তভুক করতে চায়, সেই ক্ষেত্রে বণ্টন দলিলে খরচ কি হতে পারে? ভূমি

    • একক নামে অর্জিত সম্পত্তি বন্টননামা দলিলের অন্তর্ভূক্ত করার সুযোগ নেই।

  • হেবার মাধ্যমে প্রাপ্ত ভূমি চার ভাই এর মধ্যে বন্টননামা দলিল করতে কি কি ফি প্রদান করতে হয়।

error: Content is protected !!