কেন্দ্রীয় মনিটরিং সেলের সিদ্ধান্তবলী; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

কেন্দ্রীয় মনিটরিং সেলের সিদ্ধান্তবলী; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

রেজিস্ট্রেশন শাখা-৬

স্মারক নং- আর-৬/১এম-২৯/২০০৫/২৯৮  তারিখঃ ১২ জুলাই/২০০৫ ইং

বিষয়ঃ ০৯/০৭/০৫ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কার্য্যবিবরণী প্রেরণ সংক্রান্ত।

রেজিস্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাম্প্রতিক সংশোধনের প্রেক্ষিতে জনমনে সৃষ্ট বিভ্রান্তির বিষয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ সংক্রান্ত বিষয়ে গঠিত কেন্দ্রীয় মনিটরিং সেলের আহবায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হইল।

বিষয়টি অত্যন্ত জরুরী।

স্বাঃ/অস্পষ্ট
১২/০৭/২০০৫
(কে, এম, আব্দুল মান্নান)
সহকারী সচিব।

বিতরণঃ

  • মহা-পরিদর্শক, নিবন্ধন।
  • জেলা রেজিস্ট্রার।

স্মারক নং- নিপ/নিয়োগ/৯৮৩০(৬১) তারিখঃ ১৪/০৭/২০০৫ ইং

সংলগ্নিসহ অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণার্থে জেলা রেজিস্ট্রার (সকল) এর নিকট প্রেরণ করা হইল।

বিষয়টি তাঁহার অধীনস্থ সংশ্লিষ্ট সকলকে জরুরী ভিত্তিতে অবহিত করানোর জন্য নির্দেশ প্রদান করা হইল।

স্বাঃ/অস্পষ্ট
(মোঃ মিজানুর রহমান)
মহা-পরিদর্শক, নিবন্ধন,
বাংলাদেশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

রেজিস্ট্রেশন শাখা-৬

রেজিস্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাম্প্রতিক সংশোধনের প্রেক্ষিতে জনমনে সৃষ্ট বিভ্রান্তি বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ সংক্রান্ত বিষয়ে গঠিত কেন্দ্রীয় মনিটরিং সেলের আহ্বায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী।

আহবায়কঃ টি. আই. এম. নূরুন্নবী চৌধুরী

যুগ্ম সচিব (প্রশাসন)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

তারিখঃ  ০৯/০৭/২০০৫

সময়ঃ দুপুর ১২ ঘটিয়া।

স্থানঃ  যুগ্ম সচিব (প্রঃ) এর অফিস কক্ষ।

উপস্থিত সদস্যদের নামের তালিকা পরিশিষ্ট “ক”তে  সন্নিবেশিত হইল।

আহবায়ক কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্যগণকে স্বাগত জানাইয়া সভার কাজ আরম্ভ করেন। সভায় রেজিস্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন ও সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাম্প্রতিক সংশোধনের প্রেক্ষিতে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের উপায় সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় মনিটরিং সেলের আহ্বায়ক আলোকপাত করেন। উপরোক্ত আইনসমূহের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পত্র-পত্রিকাসহ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন হইতে প্রাপ্ত প্রশ্নসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা অন্তে নিম্নরূপ ব্যাখ্যা প্রদান করা হইলঃ-

আর কোন আলোচ্য বিষয় না থাকায় আহবায়ক সকলকে ধন্যবাদ জানাইয়া সভার সমাপ্তি ঘোষণা করেন।

স্বাঃ/অস্পষ্ট
(টি.আই.এম. নুরুন্নবী চৌধুরী)
যুগ্ম-সচিব (প্রশাসন) ও আহবায়ক
কেন্দ্রীয় মনিটরিং সেল।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!