গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
বিচার শাখা-৬
সরকারী পরিবহন পুল ভবন
সচিবালয় লিংক রোড, ঢাকা।
নং-আর-৬/১এম-১৮/২০০১-১৪১ তারিখঃ ২৯-০৪-২০০৯ খ্রিঃ
১। সরকার সাব-রেজিস্ট্রারগণের বদলী সংক্রান্ত বিষয়ে নিম্নরূপ নীতিমালা প্রণয়ন করিল, যথাঃ-
(ক) সরকার কর্তৃক অনুমোদিত সাব-রেজিস্ট্রার অফিসসমূহের বিন্যাসকৃত শ্রেণী (এ,বি,সি) এই নীতিমালার ক্ষেত্রে প্রযোজ্য হইবে;
(খ) নব-নিযুক্ত বা সম্প্রতি নিয়োগপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারগণকে “সি” শেণীর অফিসে পদায়ন করা হইবে। বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ চাকুরী স্থায়ীকরণ করা হইলে “সি” শ্রেণীর অফিসে ০৫ (পাঁচ) বৎসর সন্তোষজনক চাকুরী, জ্যেষ্ঠতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সুযোগ থাকা সাপেক্ষে তাঁহাদেরকে “বি” শ্রেণীর অফিসে পদায়ন করা যাইবে;
(গ) অনুরূপভাবে “বি” শ্রেণীর অফিসে ০৫ (পাঁচ) বৎসর সন্তোষজনক চাকুরীর পর সুযোগ থাকা সাপেক্ষে জ্যেষ্ঠতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে “এ” শ্রেণীর অফিসে পদায়ন করা যাইবে;
(ঘ) কোন শ্রেণীর অফিসের সংখ্যার তুলনায় উক্ত শ্রেণীর জন্য উপযুক্ত সাব-রেজিস্ট্রারের সংখ্যা কম অথবা বেশি হইলে সাব-রেজিস্ট্রারের জ্যেষ্ঠতা ও দক্ষতার বিষয়টি বিবেচনায় রাখিয়া উপরের অথবা নিচের শ্রেণীর অফিসে পদায়ন করা যাইবে;
(ঙ) কোন সাব রেজিস্ট্রারের কার্যক্রম অসন্তোষজনক হইলে কর্তৃপক্ষ তাঁহাকে গুরুত্বপূর্ণ অফিসে অযোগ্য বিবেচনায় জনস্বার্থে নিম্নশ্রেণীভুক্ত অফিসে বদলি করিতে পারিবেন। তবে অনুরূপ ক্ষেত্রে তাঁহার অসন্তোষজনক কার্যকলাপ সম্পর্কে যুক্তিসঙ্গত কারণ থাকিতে হইবে;
(চ) সাব-রেজিস্ট্রারগণ সাধারণতঃ “এ”,”বি” ও “সি” শ্রেণীর অফিসে ৩ (তিন) বৎসর কর্মরত থাকিবেন। তবে কর্তৃপক্ষ জনস্বার্থে এই মেয়াদের পূর্বেও তাঁহাদেরকে অন্যত্র বদলী করিতে পারিবে;
(ছ) কোন সাব-রেজিস্ট্রার একবার ঢাকা/চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় পদায়ন পাইয়া যেকোনো মেয়াদকাল কাজ করিলে পরবর্তী ৬ (ছয়) বৎসরের মধ্যে তাঁহাকে ঢাকা/চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার কোন অফিসে পদায়ন করা যাইবে না;
(জ) কোন সাব-রেজিস্ট্রার একবার রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট মেট্রোপলিটন এলাকায় পদায়ন পাইয়া যেকোনো মেয়াদকাল কাজ করিলে পরবর্তী ৩ (তিন) বৎরের মধ্যে তাঁহাকে রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট মেট্রোপলিটন এলাকার কোন অফিসে পদায়ন করা যাইবে না;
(ঝ) কোন সাব-রেজিস্ট্রার একবার ঢাকা/চট্টগ্রাম জেলার কোন সাব-রেজিস্ট্রী অফিসে পদায়ন পাইয়া যেকোনো মেয়াদকাল কাজ করিলে পরবর্তী ৬ (ছয়) বৎসরের মধ্যে তাঁহাকে ঢাকা/চট্টগ্রাম জেলার কোন সাব-রেজিস্ট্রী অফিসে পদায়ন করা যাইবে না;
(ঞ) কোন সাব-রেজিস্ট্রার একবার গাজীপুর/নারায়ণগঞ্জ জেলার কোন সাব-রেজিস্ট্রী অফিসে পদায়ন পাইয়া যেকোনো মেয়াদকাল কাজ করিলে পরবর্তী ৩ (তিন) বৎসরের মধ্যে তাঁহাকে গাজীপুর/নারায়ণগঞ্জ জেলার কোন সাব-রেজিস্ট্রী অফিসে পদায়ন করা যাইবে না;
(ট) কোন সাব রেজিস্ট্রার কোন অফিসে একবার পদায়ন পাইয়া যেকোনো মেয়াদকাল কাজ করিলে দ্বিতীয়বার তাঁহাকে উক্ত অফিসে পদায়ন করা যাইবে না;
(ঠ) পদোন্নতির সুযোগ সৃষ্টি না হওয়ার কারণে অবসর আসন্ন প্রায় (০৬ মাসের পূর্বে নহে) এমন সাব-রেজিস্ট্রারগণকে তাঁহাদের আবেদনের প্রেক্ষিতে নিজ জেলায় বা পার্শ্ববর্তী জেলার কোন অফিসে পদায়ন করা যাইবে;
(ড) কোন সাব-রেজিস্টারের স্বামী/স্ত্রীর কর্মস্থল বা ইহার নিকটবর্তীস্থানে নিয়োগ বদলির বিষয় বিবেচনায় ক্ষেত্রে কর্তৃপক্ষ উপরোল্লিখিত বিধানাবলী শিথিল করিতে পারিবেন;
২। সাব-রেজিস্ট্রারগণের বদলী সংক্রান্ত বিদ্যমান সকল আদেশ, নির্দেশ, পরিপত্র, প্রজ্ঞাপন বা অন্যকোন শ্রেণীর ইন্সট্রুমেন্ট এতদ্বারা বাতিল করা হইল।
৩। এই নীতিমালা অবিলম্বে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
২৯-০৪-২০০৯
(কাজী হাবিবুল আউয়াল)
সচিব
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
কেন্দ্রীয় মনিটরিং সেলের ২০-০৮-২০০৫ ইং তারিখের সিদ্ধান্তবলী পড়তে এখানে ক্লিক করুন।
০৬/০৮/০৫ ইং তারিখের কেন্দ্রীয় মনিটরিং সেলের সিদ্ধান্তবলী পড়তে এখানে ক্লিক করুন।
দলিল রেজিস্ট্রি সম্পর্কিত গুরুত্বপূর্ণ চিঠিপত্র পড়তে এখানে ক্লিক করুন।
দলিল রেজিস্ট্রি সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিপত্র পড়তে এখানে ক্লিক করুন।
দলিল রেজিস্ট্রি সম্পর্কিত সকল প্রজ্ঞাপন পড়তে এখানে ক্লিক করুন।
দলিলের সকল পৃষ্ঠাঙ্কন (Endorsement) জানতে এখানে ক্লিক করুন।
রেজিস্ট্রি অফিসের সকল বহি ও ফরম একত্রে পেতে এখানে ক্লিক করুন।
রেজিস্ট্রি অফিসের সকল রেজিস্টার ও রসিদ পেতে এখানে ক্লিক করুন।
298 total views, 1 views today
Please Post Your Comments & Reviews