হারানো রশিদ এর দলিল, গ্রহীতাকে ফেরত দেওয়া প্রসঙ্গে নিবন্ধন পরিদপ্তরের পত্র।

Last Updated on 03/09/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

হারানো রশিদে দলিল ফেরত প্রদান সম্পর্কিত নিবন্ধন অধিদপ্তরের পত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download

 

হারানো রশিদে দলিল ফেরত

 

রশিদ হারিয়ে গেলে মূল দলিল উত্তোলনের উপায় সম্বন্ধে জানতে এখানে ক্লিক করুন।

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নিবন্ধন পরিদপ্তর

স্মারক নং- ৫৭৬১                                                                                           তাং- ২৩/০৪/৯৭ ইং

প্রেরকঃ মহা-পরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ ঢাকা।

প্রাপকঃ জেলা রেজিষ্ট্রার, টাঙ্গাইল।

বিষয়ঃ হারানো রশিদ এর দলিল ফেরত দেওয়া প্রসঙ্গে।

সূত্রঃ তাহার স্মারক নং- ৫৫৫ তাং- ২৭-০৩-৯৭ ইং

সূত্রে উল্লেখিত স্মারকে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে, দরখাস্তকারী ১ নং দলিল গ্রহীতা হওয়ার দরুন অন্যান্য গ্রহীতাগণের সহিত যোগাযোগক্রমে সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রার যদি নিশ্চিত হন যে, আলোচ্য দরখাস্তের বিষয়বস্তুতে জাল-জালিয়াতির আশ্রয় গ্রহণ করা হয় নাই, তবে সংশ্লিষ্ট বিধির আলোকে প্রয়োজনীয় সর্তকতা অবলম্বনপূর্বক দলিলটি গ্রহীতার নিকট ফেরত প্রদান করা যাইতে পারে।

উক্ত মর্ম সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রারকে অবহিত করার জন্য তাহাকে বলা হইল।

স্বাঃ অস্পষ্ট
(মোঃ হাবিবুর রহমান)
মহা-পরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

Add comment

error: Content is protected !!