সম্পত্তি হস্তান্তর নোটিস বা এল, টি নোটিস

সম্পত্তি হস্তান্তর নোটিশ বা এল টি নোটিশ (L.T Notice) সম্বন্ধে জানুনঃ

Last Updated on 06/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

দলিল রেজিস্ট্রির মাধ্যমে কোন সম্পত্তি হস্তান্তর হলে সহকারী কমিশনার (ভূমি) অফিসে হস্তান্তর সম্পর্কিত একটি নোটিশ পাঠানো হয়, যাতে তিনি বিক্রেতার/দাতার খতিয়ান থেকে সম্পত্তির অংশ কেটে নতুন ক্রেতা/গ্রহিতার নামে খতিয়ান সৃষ্টির মাধ্যমে সম্পত্তির রেকর্ড বা খতিয়ান হালকরণ করতে পারেন। রেজিস্ট্রি অফিস থেকে ভূমি অফিসে প্রেরিত এ নোটিশকে এল, টি নোটিশ বলে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন, ১৯৫০ এর ধারা ৮৯(১)(ক) অনুসারে রাজস্ব কর্মকর্তা বা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট এ নোটিশ পাঠানো হয়। L.T. Notice অর্থ Land Transfer Notice.

এখানে ক্লিক করে এল,টি নোটিশের ওয়ার্ড ফাইল ডাউনলোড করা যাবে।

Download.

এখনে ক্লিক করে এল,টি নোটিশের পিডিএফ ডাউনলোড করুন।

Download.

এল টি নোটিশের ইংরেজি কপির জন্য এখানে ক্লিক করুন।

Download

 

 


———————————————————————————————–

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

1 comment

Leave a Reply to Mithon islma Cancel reply

error: Content is protected !!