Last Updated on 18/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির অংশ হিসেবে বিনিয়োগকারী দেশী-বিদেশী কোম্পানীসমূহের সম্পত্তি হস্তান্তর ও দলিল রেজিস্ট্রি প্রক্রিয়া সহজীকরণের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর উদ্যোগে সরকার নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, বিডা এর ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ব্যবহার করে দলিল রেজিস্ট্রি কার্যক্রম সম্পাদন করা।
বিনিয়োগকারী কোম্পানীর দলিলসমূহের রেজিস্ট্রি কার্যক্রম দ্রুত সম্পাদনের উদ্দেশ্যে নিবন্ধন অধিদপ্তর এবং আইন ও বিচার বিভাগ নানা ধরনের কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে, দলিল নিবন্ধন কার্যক্রম শেষ করে এক সপ্তাহের মধ্যে মূল দলিল ফেরৎ প্রদানের উদ্দেশ্যে পৃথক বালাম বহির প্রচলন, দলিলের সার্টিফাইড কপি এক কর্মদিবসের মধ্যে সরবরাহের বিধান, বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল এর হস্তান্তর দলিল ও লোন ডকুমেন্টস সংক্রান্ত দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি মওকুফ করা অন্যতম।
ভূমি মন্ত্রণালয় অর্থনৈতিক অঞ্চলসমূহকে ভূমি উন্নয়ন করের আওতামুক্ত ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড তাদের পরিপত্রের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের লিজ বা ইজারা দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট প্রযোজ্য হবে না মর্মে মতামত প্রদান করেছে। এছাড়া দীর্ঘমেয়াদী লিজ বা ইজারা দলিল রেজিস্ট্রিতে আয়কর আইনের ১২৫ ধারা ও ১২৬ ধারার উৎসে কর প্রযোজ্য হবে না মর্মে স্পষ্টীকরণ পরিপত্র জারি করেছে। অভ্যন্তরীন সম্পদ বিভাগ অর্থনৈতিক অঞ্চলে শিল্প বা বানিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি প্রাপ্ত ব্যক্তির সাথে লিজ বা ইজারা সম্পর্কিত দলিল রেজিস্ট্রিতে বিদ্যমান স্ট্যাম্প শুল্ক ৫০% হ্রাস করেছে। স্থানীয় সরকার বিভাগ তাদের গেজেটের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানকে উপজেলা পরিষদ কর ও ইউনিয়ন পরিষদ কর থেকে অব্যাহতি প্রদান করেছে।
BEZA এর লিজ দলিল রেজিস্ট্রিতে উৎস কর সংক্রান্ত পরিপত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
BEZA এর দলিল রেজিস্ট্রিতে ইউনিয়ন পরিষদ কর প্রযোজ্য নয় মর্মে পরিপত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
BEZA এর দলিল রেজিস্ট্রিতে উপজেলা পরিষদ কর মওকুফ সংক্রান্ত পরিপত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
BEZA এর লিজ দলিল রেজিস্ট্রিতে ভ্যাটের প্রযোজ্যতা সম্পর্কিত পরিপত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
BEZA ভূমি উন্নয়ন করের আওতামুক্ত এ সংক্রান্ত পরিপত্রের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
বিনিয়োগ সংক্রান্ত দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে যে কোন পরামর্শের জন্য সাব-রেজিস্ট্রার মোঃ শাহাজাহান আলী, পিএএ এর সাথে কথা বলতে পারেন। মোবাইল নম্বর- +8801796779190
Add comment