Last Updated on 30/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
কোনো কোম্পানী বা প্রতিষ্ঠান কোনো কৃষি জমি ক্রয় করতে চাইলে তাকে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ৯০ ধারা মোতাবেক জমি ক্রয় ও দলিল রেজিস্ট্রির পূর্বে রাজস্ব কর্তৃপক্ষ বা কালেক্টর এর নিকট থেকে জমি ক্রয়ের লিখিত অনুমতি নিতে হবে। রাজস্ব কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত জমি ক্রয়ের সাফ কবলা দলিল রেজিস্ট্রি করা হয়ে থাকলে রাজস্ব কর্তৃপক্ষ বা কালেক্টর এর নিকট থেকে পূর্বের জমি ক্রয়ের বৈধতা সম্পর্কিত ‘ভুতাপেক্ষ অনুমোদন’ গ্রহণ করতে হবে।
ভূতাপেক্ষ অনুমোদনের চেকলিস্ট, ভূমি মন্ত্রণালয়
ভূতাপেক্ষ ছক মৌলভিবাজার-compressed
Add comment