অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সহিত সম্পাদিতব্য প্রথম ইজারা দলিলের উপর আরোপনীয় সমুদয় স্ট্যাম্প ডিউটি এতদ্বারা মওকুফ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশ

অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সহিত সম্পাদিতব্য প্রথম ইজারা দলিলের উপর আরোপনীয় সমুদয় স্ট্যাম্প ডিউটি এতদ্বারা মওকুফ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আদেশ

Last Updated on 25/03/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

স্ট্যাম্প প্রশাসন অধিশাখা

আদেশ

তারিখ, ২৯ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ / ১২ জানুয়ারি, ২০১৬ খ্রিস্টাব্দ

এস,আর,ও নং-০৮-আইন/২০১৬।- Stamp Act, 1899 (Act No. II of 1899) এর section 9 এর clause (a) তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এর ধারা ৮ এর অধীন নিয়োগকৃত অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সহিত সম্পাদিতব্য প্রথম ইজারা দলিলের উপর আরোপনীয় সমুদয় স্ট্যাম্প ডিউটি এতদ্বারা মওকুফ (reduce) করিল।

রাষ্ট্রপতির আদেশক্রমে
মোঃ নজিবুর রহমান
সচিব।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

Add comment

error: Content is protected !!