পাওয়ার প্রত্যাহার বা সমর্পণ সংক্রান্ত নোটিশ

পাওয়ার প্রত্যাহার বা সমর্পণ সংক্রান্ত নোটিশ

Last Updated on 21/01/2024 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

 

এখানে পাওয়ার প্রত্যাহার বা সমর্পণ সংক্রান্ত নোটিশ এর ফরমেট দেয়া হল। ডাউনলোড করে ব্যবহার করা যাবে-

[দ্রষ্টব্যঃ- (১) এই নোটিশে নোটিশ প্রদানকারীর পাসপোর্ট আকারের সাদা পটভূমিতে সম্প্রতি তোলা রঙিন ছবি সংযুক্তক্রমে উহাতে আড়াআড়িভাবে তাহার দস্তখত ও টিপ প্রদান করিতে হইবে।
২। ‘পরিচিতি’ অর্থ রেজিস্ট্রেশন আইনের section 2 এর sub-section (1) এ প্রদত্ত ‘addition’ সংজ্ঞা অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি।]

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

1 comment

Leave a Reply to pabel bhowmick Cancel reply

  • একজন বাংলাদেশী ৫০ বছর আগে, সে তার সম্পত্তি তার এক প্রতিবেশী বাংলাদেশীকে পাওয়ার করে দিয়ে ইন্ডিয়ায় চলে গিয়েছিল। কিন্তু ওই বাংলাদেশী এখন ইন্ডিয়ান নাগরিক। তাহলে তার পাওয়ার কি এখনো কাযর্কারি হবে ?

error: Content is protected !!