পাওয়ার অব অ্যাটর্নি প্রমাণীকরণের পৃষ্ঠাঙ্কন (Endorsement)

পাওয়ার অব অ্যাটর্নি প্রমাণীকরণের পৃষ্ঠাঙ্কন (Endorsement)

Last Updated on 30/07/2022 by

[বিধি ৯২ দ্রষ্টব্য]

(ক) যেক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনকারী পাওয়ারদাতা নিবন্ধন কার্যালয়ে উপস্থিত হন:

‘কখ’ পিতা ‘গঘ’ সাকিন/নিবাস………. পেশা……….. যিনি আমার জেলার (বা উপ-জেলার) বাসিন্দা এবং আমার নিকট ব্যক্তিগতভাবে পরিচিত (অথবা যাহার পরিচিতি ‘ঙচ’ পিতা ‘ছজ’ সাকিন/নিবাস……… পেশা……….. এর সাক্ষ্যে প্রমাণিত হইয়াছে), কর্তৃক ২০………. সনের …………  তারখে………… আমার সম্মুখে সম্পাদিত হইয়াছে এবং সেইমতে আমি ১৯০৮ সনের ১৬ নং আইনের ধারা ৩৩ এর অধীন ইহার প্রমাণীকরণ সম্পন্ন করি এবং ২০……. সনের….. ..  নম্বর হিসাবে রেকর্ডভুক্ত করি।

পাওয়ারদাতার স্বাক্ষর

সনাক্তকারীর স্বাক্ষর

নিবন্ধনকারী কর্মকর্তার স্বাক্ষর ও পদবি
তারিখ…………………………..

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

1 comment

Leave a Reply to Mark Cancel reply

error: Content is protected !!