দলিল লেখকের লাইসেন্স প্রদান এবং দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র

Last Updated on 17/09/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আইন ও বিচার বিভাগ
বিচার শাখা-৬
সরকারি পরিবহন পুল ভবন
সচিবালয় লিংক রোড, ঢাকা।

স্মারক নং-আর-৬/১এম-১৩/২০০৬-৫৩৯ তারিখঃ ১৮-০৮-২০১১ খ্রিঃ

বিষয়ঃ নিবন্ধন পরিদপ্তরের আওতাধীন দলিল লেখকের লাইসেন্স প্রদান এবং দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, দলিল লেখকের লাইসেন্স প্রদান ও দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান প্রসঙ্গে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

দলিল লেখক লাইসেন্স প্রদান:

জেলা রেজিস্ট্রার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, সততা ইত্যাদি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রী অফিসে সম্পাদিত দলিলের পরিমাণের অনুপাতে বিধি-বিধানের আলোকে দলিল লিখকের লাইসেন্স প্রদান করবেন।

দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান: দলিল লেখকগণ পারিশ্রমিক গ্রহণ করে পক্ষগণকে রশিদ প্রদান করবেন এবং এ সংক্রান্ত ডাইরী/রেজিস্টার সংরক্ষণ করবেন। দলিল দাখিলের সময় দলিল লেখকগণ এ রশিদ দলিলের সাথে দাখিল করবেন  এবং জেলা রেজিস্টারের পরিদর্শনকালে দলিল লেখকগণ এ রশিদ প্রদর্শন করবেন।

স্বাক্ষরিত
১৮-০৮-২০১১
(ড. এ,বি,এম মাহমুদুল হক)
সিনিয়র সহকারী সচিব

১। মহা-পরিদর্শক, নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর, ১৪ আব্দুল গণি রোড, ঢাকা।

২। রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক (আই,আর,ও),……….. সকল।

৩। জেলা রেজিস্ট্রার,………. সকল।

৪। সাব-রেজিস্ট্রার,………জেলা………… সকল।

সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো:

১। মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

২। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৩। সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৪। যুগ্ম সচিব (প্রাঃ-২) মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

৫। অফিস কপি/গার্ড ফাইল।

স্বাক্ষরিত
(ড. এ,বি,এম, মাহমুদুল হক)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫৬৬০১০

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

7 comments

Leave a Reply to md. Sahjahan Cancel reply

  • দলিল লেখকের লাইসেন্স ইস্যু হচ্ছে কিনা, হলে কোন দপ্তরে যোগাযোগ করতে হবে?

  • যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বিগত ০৯ বৎসর যাবৎ টঙ্গী সাব রেজিষ্ট্রী অফিসে সনদ প্রাপ্ত দলিল লিখক জনাব হাজী মোহাম্মদ ইসমাইল হোসেন (কাজল), ঠিকানা বাসা- ২৫, সোনারগাঁ জনপথ রোড সেক্টর ১৩ উত্তরা,ঢাকা। সনদ নং-৬৮১, এস, আর, অফিস টঙ্গী, গাজীপুর এর সহকারী হিসাবে দলিলের সমস্ত আনুসাঙ্গিক কাজকর্ম করিয়া আসিতেছি এবং প্রজাস্বত্ত্ব আইন, সম্পত্তি হস্তান্তর আইন, ষ্ট্যাম্প আইন ও অন্যান্য বিধি সম্বন্ধে আমার জ্ঞান আছে।
    আমার নিজস্ব দলিল লেখার সনদ না থাকায় পরিবারের ভরণ-পোষণ নির্বাহ করার অসুবিধা হইতেছে।

error: Content is protected !!