হস্তান্তর দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে রেজিস্ট্রি ফি

হস্তান্তর দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে রেজিস্ট্রি ফি

Last Updated on 09/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

দলিল রেজিস্ট্রির করাতে প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি, স্টাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎস কর (53H, 53FF), ভ্যাট ইত্যাদি পরিশোধ করতে হয়। এর মধ্যে কিছু কিছু দলিলের (যেমন, সাফ কবলা, দানপত্র, হেবাবিল এওয়াজ, এওয়াজ বা বিনিময় ইত্যাদি) রেজিস্ট্রেশন ফি ছিল দলিলে উল্লিখিত সম্পত্তির মূল্যের ২% টাকা। সরকার এই ফি কমিয়ে বর্তমানে ১% টাকা করেছে, যা ০৫ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর।

সরকার জারিকৃত ফি কমানোর প্রজ্ঞাপনটি নিম্নরূপ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়

আইন ও বিচার বিভাগ

প্রজ্ঞাপন

তারিখঃ ১৮ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ/০২ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ

এস. আর. ও. নং- ১৯৬-আইন/২০২০ ।- Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর section 78  এ প্রদত্ত ক্ষমতাবলে  সরকার

১৮ অগ্রহায়ণ, ১৪২১ বঙ্গাব্দ মোতাবেক ০২ ডিসেম্বর, ২০১৪ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত প্রজ্ঞাপন এস. আর. ও. নং ২৭৭-আইন/২০১৪ এর

নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথাঃ-

উপরি-উক্ত প্রজ্ঞাপনের ফিসের তালিকায়-

(১) দফা ‘ক (১)’ এর উপ-অনুচ্ছেদ (ক) ও (খ) এর পরিবর্তে নিম্নরূপ উপ-অনুচ্ছেদ (ক) ও (খ) প্রতিস্থাপিত হইবে, যথাঃ-

(২) এই প্রজ্ঞাপন ২১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ/০৫ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।

                                                                                                             

 রাষ্ট্রপতির আদেশক্রমে
এ. এইচ. এম. হাবিবুর রহমান ভূইয়া
যুগ্মসচিব (প্রশাসন-২)।


জমি-জমা ও দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সকল তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

এই লিংকে ক্লিক করে বাংলাদেশের সকল দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য জেনে নিন।

দলিল লেখার সরকারি ফরমেট পেতে এখানে ক্লিক করুন।

পুরাতন দলিল সহজে খুঁজে পাওয়ার ও দলিলের নকল পাওয়ার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

2 comments

error: Content is protected !!