দলিল রেজিস্ট্রি ও দলিলের নকল এর ক্ষেত্রে কোর্ট ফির পরিমাণ

দলিল রেজিস্ট্রি ও দলিলের নকল এর ক্ষেত্রে কোর্ট ফির পরিমাণ

Last Updated on 13/07/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে হস্তান্তর দলিলের নোটিশে (এল.টি নোটিশ) কোর্ট ফি ব্যবহার করতে হয়। আবার কোন দলিলের নকল বা সার্টিফাইড কপি উত্তোলনের দরখাস্তে কোর্ট ফি ব্যবহার করতে হয়। সাব-রেজিস্ট্রার বা জেলা রেজিস্ট্রার বরাবর কোন আবেদন করার সময় আবেদনপত্রে কোর্ট ফি ব্যবহারের নিয়ম প্রচলিত আছে। রেজিস্ট্রি সংক্রান্ত সেবা গ্রহণে কোন ক্ষেত্রে কত টাকার কোর্ট ফি ব্যবহার করতে হয়, তা নিচের লেখা থেকে জেনে নিন-

১। সম্পত্তি হস্তান্তর (এল, টি) নোটিসের ক্ষেত্রে ১০ (দশ) টাকার কোর্ট ফি, সহ শরিকের নোটিশ থাকলে প্রত্যেক নোটিশের জন্য অতিরিক্ত ৫ (পাঁচ) টাকার কোর্ট ফি ।

২। দলিলের নকল (সার্টিফাইড) কপির জন্য আবেদনপত্রে ২০ (কুড়ি) টাকার কোর্ট ফি।

৩। ভ্রম সংশোধন ইত্যাদি দলিলের স্ট্যাম্প শুল্ক মওকুফের দরখাস্তে ২০ (কুড়ি) টাকার কোর্ট ফি।

৪। জেলা রেজিস্ট্রার মহোদয়ের নিকট আপিলের ক্ষেত্রে ৫০ (পঞ্চাশ) টাকার কোর্ট ফি।

 

জমি-জমা ও দলিল রেজিস্ট্রির আপডেট তথ্য জানতে এখানে ক্লিক করুন- AmarVumi.com

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

4 comments

Leave a Reply to Samima Cancel reply

  • বানিজ্যি/দোকানের প্রতি বঃ ফুঃ এর সর্বনিম্ন মূল্য কত দেখাতে হবে??

    • আপনি যে কোন পরিমান মূল্য নির্ধারণ করতে পারেন। তবে আপনার নির্ধারিত মূল্য প্রতি বর্গফুটের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা, অন্যান্য শহরাঞ্চলের ক্ষেত্রে ১,২০০(এক হাজার দুইশত) টাকা এবং মফস্বল এলাকার ক্ষেত্রে ১,০০০ (এক হাজার) টাকার কম হবে না।

    • “ব্যাপক আমমোক্তারনামা” নামক কোন দলিল নেই। তবে অনেকেই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নিকে বুঝাতে গিয়ে “ব্যাপক ক্ষমতাযুক্ত আমমোক্তারনামা” শব্দগুলো ব্যবহার করেন। পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এবং পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ তে পাওয়ার অব অ্যাটর্নির বাংলা “আমমোক্তার” করা হয়নি। বরং ইংরেজিতে Power of attorney এবং বাংলায় “পাওয়ার অব অ্যাটর্নি” করা হয়েছে। দলিলটিতে সম্ভবত অনেক ক্ষমতা প্রদান করা হয়েছে, ফলে ব্যাপক “ক্ষমতাযুক্ত আমমোক্তারনামা” উল্লেখ করা হয়েছে।

error: Content is protected !!