Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নিবন্ধন পরিদপ্তর
১০৫/১০৬ মতিঝিল বা/এ, ৪র্থ তলা, ঢাকা-১০০০
স্মারক নং- ৩-আই-৩৬/৬২-৯০ (বিবিধ)/১৬১০১ তারিখঃ ১৪/১১/৯১ ইং
প্রাপকঃ জেলা রেজিষ্ট্রার, খুলনা।
বিষয়ঃ দলিল রেজিষ্ট্রীর ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ প্রসঙ্গে।
সূত্রঃ তাহার নং- ৪৯৬, তাং- ০২/০৬/৯১ ইং ১৮/০২/৯৮ বাং
উপরোক্ত স্মারক ও বিষয়ের আলোকে অবহিত করা যাইতেছে যে, রেজিষ্ট্রীকরণ আইনের ৩৫ ধারার টীকা (১২), (১৩) ও (১৪) অনুযায়ী কোন আদালত একটি দলিল রেজিষ্ট্রী করা হইতে বিরত রাখিতে পারেন না যদি উহা সঠিকভাবে সম্পাদিত ও বৈধভাবে দাখিল করা হয়। ইহা সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রারকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবার উপদেশ প্রদান করিতে তাঁহাকে নির্দেশ প্রদান করা যাইতেছে।
স্বাঃ অস্পষ্ট
(ছিদ্দিকুর রহমান মিয়া)
মহাপরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ, ঢাকা।
Add comment