তল্লাশি দিয়ে পুরাতন দলিল বের করার পদ্ধতি শিখুন।

Last Updated on 22/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

অনলাইনে রেজিস্ট্রি অফিসের কোন দলিল খুজে পাবেন না। এজন্য আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে একজন লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকের সহায়তায় তল্লাশি দিয়ে দলিল বের করতে হবে।

প্রত্যেকটি দলিল রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার বা নকলনবিশ দ্বারা বালাম বা ভলিউম বহিতে দলিল কপি করে মূল দলিল পক্ষকে ফেরত প্রদান করা হয়। বালামে কপি হয়ে গেলে সূচিবহি বা ইনডেক্স রেজিস্টার প্রস্তুত করা হয় যাতে পরবর্তীতে খুব বালাম বহি তল্লাশি করে সহজে দলিল বের করা যায়। সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে সাধারণ কয়েক বছরের দলিলের বালাম বা ভলিউম বহি থাকে। কোন কোন রেজিস্ট্রি অফিসে বেশি পুরাতন কেকর্ড সংরক্ষিত থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বেশি পুরাতন দলিল খুজে পেতে আপনাকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সদর রেকর্ডরুম থেকে তল্লাশি দিয়ে বের করতে হবে।

 

তল্লাশি দিয়ে পুরাতন দলিল বের করা ও দলিলের নকল উত্তোলনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

 

দলিল তল্লাশি ও দলিলের নকল উত্তোলনের ফি কত তা এক ক্লিকে হিসাব করতে এখানে ক্লিক করুন AmarVumi.com

 

তল্লাশি ও নকল প্রাপ্তি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে এখানে ক্লিক করুন।

 

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ

18 comments

Leave a Reply to Md. Ferdous Alam Cancel reply

error: Content is protected !!