Last Updated on 30/09/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
অনলাইনে রেজিস্ট্রি অফিসের কোন দলিল খুজে পাবেন না। এজন্য আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে একজন সাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকের সহায়তায় তল্লাশি দিয়ে দলিল বের করতে হবে। প্রত্যেকটি দলিল রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার বা নকলনবিশ দ্বারা বড় সাইজের বালাম বা ভলিউম বহিতে দলিল কপি করে মূল দলিল পক্ষকে ফেরত প্রদান করা হয়। বালামে কপি হয়ে গেলে সূচিবহি বা ইনডেক্স রেজিস্টার প্রস্তুত করা হয় যাতে পরবর্তীতে খুব সহজে দলিল বের করা যায়। সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে সাধারণ কয়েক বছরের দলিলের বালাম বা ভলিউম বহি থাকে। বেশি পুরাতন দলিল খুজে পেতে আপনাকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সদর রেকর্ডরুম থেকে তল্লাশি দিয়ে বের করতে হবে।
রেজিস্ট্র
আমি পুরাতন দলিল পেতে হলে।কি করতে হবে
তল্লাশি প্রয়োজন
আমার জমি কতটুকু তা কিভাবে জানতে পারবো
১৯৮৩ সালে লিনা খান নামে দলিল চাই
স্যার আমার দাদার নামে এস এ রেকর্ড হয়েছে কিন্তু এখন বি এস রেকর্ড হয় নাই বি এস রেকর্ড অন্য একজনের নামে হয়েছে, এখন আমি কিভাবে জানব দাদার নামে এস এ রেকর্ড কিভাবে হয়েছে দলিল দিয়ে নাকি ওয়ারিশ শুত্রে।
আমার দলিল লাগবে
খতিয়ান দিয়ে জমির দলিল বের করা যাবে?
আমার দলিল হারিয়ে গেছে কিন্তু খতিয়ান আছে। আমি কিভাবে দলিল বের করব।
ভাই আমার অনেক আগের একটা দলিল পািতেছিনা তা কি করে বের করবো
আমি ৮মাস যাবৎ দলিল খুজতেছি কিন্তু পাচ্ছি না। কিভাবে পেতে পারি।