Last Updated on 26/05/2025 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ
এক ক্লিকে যে কোন দলিল রেজিস্ট্রি ফি হিসাব করার জন্য এখানে ক্লিক করুন AmarVumi.com
উইল দলিলের রেজিস্ট্রি খরচ নিম্বরূপঃ–
রেজিস্ট্রেশন ফিঃ– ২০০ টাকা (সি-ফিস)
স্ট্যাম্প শুল্কঃ প্রযোজ্য নয়।
এছাড়া
১। ৩০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। ঢ- ফিঃ-
- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা
৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) ঢঢ ফিসঃ-
- দলিলের প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা
মন্তব্যঃ-
- সকল প্রকার ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।
- সরকার নির্ধারিত হলফনামা ৩০০ টাকা মূল্যমানের স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
- মোট সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি উইল করা যায় না।
বিঃদ্রঃ এক-তৃতীয়াংশের অধিক সম্পত্তি উইলের মাধ্যমে হস্তান্তর করা যায় না।
simple a good solution . moreover need a total actual cost in registration time . also need a wiil deed sample .
You may install the “দলিল ফিস ক্যালকুলেটর” by clicking here.