Last Updated on 07/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ
বাংলাদেশ আমলের পূর্বের সময়ে প্রস্তুতকৃত খতিয়ানসমূহ যথা- সি,এস ও এস, এ খতিয়ানে একাধিক ভূমি মালিকের নাম থাকলে খতিয়ানে মোট জমিতে কোন মালিকের কতটুকু হিস্যা বা অংশ আছে তা আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল চিহ্ন দ্বারা প্রকাশ করা হতো। বাংলাদেশ সময়ে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল এর পরিবর্তে খতিয়ানের মোট জমিতে কার কত অংশ জমি আছে তা বুঝাতে সংখ্যা ব্যবহার করা হয়েছে, যেমন- ১.০০, ১.০০০, ১.০০০০ ইত্যাদি। সি,এস খতিয়ানে “অত্র স্বত্বের বিবরণ ও দখলকার” ঘরে ব্যক্তির নাম এবং নামের ডানদিকে “অংশ” ঘরে ব্যক্তির মালিকানাধীন মোট জমির পরিমাণ আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল চিহ্ন দ্বারা লেখা থাকে। তাই খতিয়ানে কোন ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিক তা বের করতে এই চিহ্নসমূহ জানা প্রয়োজন।
খতিয়ানের মোট জমিকে ১৬ আনা ধরা হয়। আনার চিহ্ন নিম্নরূপ-
- ⁄ = ১ আনা
- ৵ = ২ আনা
- ৶ = ৩ আনা
- ৷ = ৪ আনা
- ৷⁄ = ৫ আনা
- ৷৵ = ৬ আনা
- ৷৶ = ৭ আনা
- ৷৷ = ৮ আনা
- ৷৷⁄ = ৯ আনা
- ৷৷৵ = ১০ আনা
- ৷৷৶ = ১১ আনা
- ৸ = ১২ আনা
- ৸ ⁄ = ১৩ আনা
- ৸৵ = ১৪ আনা
- ৸৶ = ১৫ আনা
- ১ = ১৬ আনা
গন্ডার আলাদা কোন চিহ্ন নাই। গণ্ডাকে ১, ২, ৩, ৪…. এভাবে প্রকাশ করা হয়। ২০ গন্ডায় ১ আনা।
- ১ = ১ গণ্ডা
- ২ = ২ গণ্ডা
- ৩ = ৩ গণ্ডা
- ৪ = ৪ গণ্ডা
- ৫ = ৫ গণ্ডা
- ৬ = ৬ গণ্ডা
- ৭ = ৭ গণ্ডা
- ৮ = ৮ গণ্ডা
- ৯ = ৯ গণ্ডা
- ১০ = ১০ গণ্ডা
- ১১ = ১১ গণ্ডা
- ১২ = ১২ গণ্ডা
- ১৩ = ১৩ গণ্ডা
- ১৪ = ১৪ গণ্ডা
- ১৫ = ১৫ গণ্ডা
- ১৬ = ১৬ গণ্ডা
- ১৭ = ১৭ গণ্ডা
- ১৮ = ১৮ গণ্ডা
- ১৯ = ১৯ গণ্ডা
কড়ার চিহ্ন নিম্নরূপ, ৪ কড়ায় ১ গন্ডা।
- ৷ = ১ কড়া
- ৷৷ = ২ কড়া
- ৸ = ৩ কড়া
ক্রান্তির চিহ্ন নিম্নরূপ, ৩ ক্রান্তিতে ১ কড়া।
- ৴ = ১ ক্রান্তি
- ৴৴ = ২ ক্রান্তি
তিলের আলাদা কোন চিহ্ন নাই। তিলকে ১, ২, ৩, ৪…. এভাবে প্রকাশ করা হয়। ২০ তিলে ১ ক্রান্তি।
- ১ = ১ তিল
- ২ = ২ তিল
- ৩ = ৩ তিল
- ৪ = ৪ তিল
- ৫ = ৫ তিল
- ৬ = ৬ তিল
- ৭ = ৭ তিল
- ৮ = ৮ তিল
- ৯ = ৯ তিল
- ১০ = ১০ তিল
- ১১ = ১১ তিল
- ১২ = ১২ তিল
- ১৩ = ১৩ তিল
- ১৪ = ১৪ তিল
- ১৫ = ১৫ তিল
- ১৬ = ১৬ তিল
- ১৭ = ১৭ তিল
- ১৮ = ১৮ তিল
- ১৯ = ১৯ তিল
আনা-গন্ডা-কড়া-ক্রান্তি ও তিলের পারস্পরিক তুলনা-
- ⁄ (১ আনা) = ২০ গণ্ডা
- ১ গণ্ডা = ৪ কড়া
- ৷ (১ কড়া) = ৩ ক্রান্তি
- ৴ (১ ক্রান্তি) = ২০ তিল
জেনে রাখা ভালঃ
খতিয়ানে যতটুকু জমি থাক না কেন, ১ (ষোল আনা) বলতে খতিয়ানের সম্পূর্ণ জমিকে বুঝায়।
- ১ (ষোল আনা) = ৩২০ গন্ডা (যেহেতু ২০ গন্ডায় ⁄এক আনা)
- ১ (ষোল আনা) = ১২৮০ কড়া (যেহেতু ৪ কড়ায় এক গন্ডা)
- ১ (ষোল আনা) = ৩৮৪০ ক্রান্তি (তিন ক্রান্তিতে ।এক কড়া)
- ১ (ষোল আনা) = ৭৬৮০০ তিল (২০ তিলে ৴এক ক্রান্তি)
কোন কোন এলাকায় জমি পরিমাপের ক্ষেত্রে আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল ব্যবহার করা হয়।
- ⁄ (এক আনা) = ১৭,২৮০ বর্গফুট
- ১ গণ্ডা = ৮৬৪ বর্গফুট
- ১ কড়া = ২১৬ বর্গফুট
- ৴ (১ ক্রান্তি) = ৭২ বর্গফুট
- ৷ (১ তিল) =৩.৬ বর্গফুট
আপনি যদি দলিল রেজিস্ট্রি সম্পর্কে জানতে চান তাহলে ক্লিক করুন
ধন্যবাদ
This is very good.
Thanks
১০ আনা = কত অযুতাংশ?
ধন্যবাদ
This is needed while we made a land-deed or measure land etc.
Yes this is I am.
আমাকে জদি কেউ বলতে পারতেন ১ আনা ২ আনা ৩ আনায় কতো শতাংশ জমি হয় খুবি উপকার হতো, দয়া করে বলবেন
it will very helpful for me, thanks a lot for your good information.
একটি পুকুর ১৬ আনা ধরা হয় ঐ পুকুরে সম্পুর্ণ অংশ হচ্ছে ৪৩ গন্ডা এবং অংশীদার হচছে ৩ জন এখন গন্ডা হিসাবে কে কতটুকু অংশ পাবে?
মুল খতিয়ান যে ব্যাক্তির নামে সে খতিয়ানের দাগের ঘরে জমির প রিমাণ দেয়া নাই। তাই খারিজ ক রতে পারছি না। ছবি তুলে দেওয়ার অপশ্ন থাকলে দিতাম।
১৯৩২ সালে চার আনা কে তিন ভাগ করলে কিভাবে লেখা হতো