রেজিস্ট্রেশন ফিঃ হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ২% টাকা।
(দলিলের মূল্য ২৪,০০০ টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং ২৪,০০০ টাকার বেশি হলে পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, নতুন কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)
স্টাম্প শুল্কঃ পণ মূল্যের ২% টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৫৮ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিসিয়াল স্টাম্প ব্যবহার করা যাবে। স্টাম্প খাতের বাকি অর্থ পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ নতুন কোড নং ১১৬২১০২ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৩১১)।
বিঃদ্রঃ বৃত্তি নির্দিষ্টকালের জন্য হলে মোট বৃত্তির উপর, নির্দিষ্টকালের জন্য হলে ২০ বৎসরে প্রদেয় বৃত্তির উপর এবং জীবন স্বত্ত্বের বৃত্তি হলে ১২ বৎসরে প্রদেয় বৃত্তির উপর স্ট্যাম্প ও ফিস প্রযোজ্য।
Add comment