দলিল লেখকের লাইসেন্স প্রদান এবং দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র

দলিল লেখকের লাইসেন্স প্রদান এবং দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পত্র

Last Updated on 08/02/2023 by সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

আইন ও বিচার বিভাগ
বিচার শাখা-৬
সরকারি পরিবহন পুল ভবন
সচিবালয় লিংক রোড, ঢাকা।

স্মারক নং-আর-৬/১এম-১৩/২০০৬-৫৩৯ তারিখঃ ১৮-০৮-২০১১ খ্রিঃ

বিষয়ঃ নিবন্ধন পরিদপ্তরের আওতাধীন দলিল লেখকের লাইসেন্স প্রদান এবং দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, দলিল লেখকের লাইসেন্স প্রদান ও দলিল লেখক কর্তৃক রশিদ প্রদান প্রসঙ্গে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

দলিল লেখক লাইসেন্স প্রদান:

জেলা রেজিস্ট্রার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, সততা ইত্যাদি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রী অফিসে সম্পাদিত দলিলের পরিমাণের অনুপাতে বিধি-বিধানের আলোকে দলিল লিখকের লাইসেন্স প্রদান করবেন।

দলিল লেখক কর্তৃক প্রদান: দলিল লেখকগণ পারিশ্রমিক গ্রহণ করে পক্ষগণকে রশিদ প্রদান করবেন এবং এ সংক্রান্ত ডাইরী/রেজিস্টার সংরক্ষণ করবেন। দলিল দাখিলের সময় দলিল লেখকগণ এ রশিদ দলিলের সাথে দাখিল করবেন  এবং জেলা রেজিস্টারের পরিদর্শনকালে দলিল লেখকগণ এ রশিদ প্রদর্শন করবেন।

স্বাক্ষরিত
১৮-০৮-২০১১
(ড. এ,বি,এম মাহমুদুল হক)
সিনিয়র সহকারী সচিব

  • মহা-পরিদর্শক, নিবন্ধন, নিবন্ধন পরিদপ্তর, ১৪ আব্দুল গণি রোড, ঢাকা।
  • রেজিস্ট্রি অফিসসমূহের পরিদর্শক (আই,আর,ও),……….. সকল।
  • জেলা রেজিস্ট্রার,………. সকল।
  • সাব-রেজিস্ট্রার,………জেলা………… সকল।

সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো:

  • মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • সচিব মহোদয়ের একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • যুগ্ম সচিব (প্রাঃ-২) মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা, আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
  • অফিস কপি/গার্ড ফাইল।

স্বাক্ষরিত
(ড. এ,বি,এম, মাহমুদুল হক)
সিনিয়র সহকারী সচিব
ফোনঃ ৯৫৬৬০১০

সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী বিপিএএ

4 comments

  • দলিল লেখকের লাইসেন্স ইস্যু হচ্ছে কিনা, হলে কোন দপ্তরে যোগাযোগ করতে হবে?

  • যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বিগত ০৯ বৎসর যাবৎ টঙ্গী সাব রেজিষ্ট্রী অফিসে সনদ প্রাপ্ত দলিল লিখক জনাব হাজী মোহাম্মদ ইসমাইল হোসেন (কাজল), ঠিকানা বাসা- ২৫, সোনারগাঁ জনপথ রোড সেক্টর ১৩ উত্তরা,ঢাকা। সনদ নং-৬৮১, এস, আর, অফিস টঙ্গী, গাজীপুর এর সহকারী হিসাবে দলিলের সমস্ত আনুসাঙ্গিক কাজকর্ম করিয়া আসিতেছি এবং প্রজাস্বত্ত্ব আইন, সম্পত্তি হস্তান্তর আইন, ষ্ট্যাম্প আইন ও অন্যান্য বিধি সম্বন্ধে আমার জ্ঞান আছে।
    আমার নিজস্ব দলিল লেখার সনদ না থাকায় পরিবারের ভরণ-পোষণ নির্বাহ করার অসুবিধা হইতেছে।

error: Content is protected !!